মিথ্যের বহু রং। সাদা মিথ্যে: মা, আমি বিস্কুট খাইনি, স্পাইডারম্যান এসে খেয়ে গেছে। সবুজ মিথ্যে: আমরা কেউ ওই বিক্ষোভে ছিলাম না, কারা যেন আমাদের ঝান্ডা চুরি করে নিয়েছে, তার পর ভয়াবহ কলেজ-ভাঙচুর চালিয়েছে। লাল মিথ্যে: আমি ওই দিন মন্ত্রী-নিগ্রহের সময় ওইখানে ছিলামই না, টিভি ক্যামেরায় যাকে স্পষ্ট দেখছেন, সে আমার মুখের হুবহু মুখোশ পরে দাঁড়িয়ে ছিল। মুখোশটা অবশ্য জম্পেশ বানিয়েছে, সন্দেহ নেই! |