টুকরো খবর
পুর-সম্পত্তি দখলের অভিযোগ
পুরসভার বাড়ি দখলের অভিযোগে প্রাক্তন এক সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুর-প্রশাসন। অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর স্ট্রিটে পুরসভার একটি বাড়ি দখলে রেখেছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সলিল চক্রবর্তী। পুরসভার পক্ষ থেকে বাড়ির চাবি চাওয়া হলে দিতে রাজি হননি তিনি। যদিও পুরসভা লিখিত ভাবে তাঁকে কিছু জানায়নি বলে দাবি সলিলবাবুর।বর্তমান কাউন্সিলর তৃণমূলের সাধনা বসুর অভিযোগ, পুরসভার অনুমতি ছাড়া সেলাইয়ের একটি কেন্দ্র চলছে সেখানে। পুর-কমিশনার খলিল আহমেদ জানান, সোশাল সেক্টরের পক্ষ থেকে সলিলবাবুর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। সলিলবাবু বলেন, “১৯৯১ থেকে সেখানে ছোটদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে একটি সংস্থা। তখন আমি কাউন্সিলর ছিলাম।” তাঁর কথায়, “সাংসদ তহবিলের টাকায় বাড়িটি হয়েছে। চাবির ব্যাপারে পুর-কর্তৃপক্ষ লিখিত কিছু জানায়নি। মুখের কথায় কেন চাবি দেব?” বিরোধী দলনেত্রী সিপিএমের রূপা বাগচী বলেন, “ওখানে খেলাধুলো হয়। সাংসদ তহবিলের টাকায় বাড়িটি তৈরিতে উদ্যোগী হয়েছিলেন সলিলবাবুরাই। পুরসভা চাইলে আলোচনা করে সমস্যা মিটত। থানা-পুলি দরকার ছিল না।”

শরিকি আপত্তিতে মিছিল বন্ধ
শরিকি আপত্তিতে শনিবার কলকাতায় মিছিল বন্ধ রাখল সিপিএম। রাজ্য জুড়ে সন্ত্রাস এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের হামলার প্রতিবাদে সিপিএম এ দিন কলকাতায় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল। মিছিলটি করার কথা ছিল কলকাতা জেলা বামফ্রন্টের নামে। মিছিলের জন্য কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেবকে ফোন করেন। তখনই প্রবীরবাবু জানান, তৃণমূলেরও মিছিল রয়েছে। দুই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হতে পারে। ফলে মিছিল বন্ধ রাখা হোক। পরে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের কলকাতা জেলা নেতৃত্বের সঙ্গেও এ ব্যাপারে সিপিআইয়ের কথা হয়। মিছিল বন্ধের ব্যাপারে তিন শরিকই একমত হয়ে সিপিএমকে জানায়। রাজ্য বামফ্রন্টের বৈঠকে শরিকি চাপে সিদ্ধান্ত হয়, এখন থেকে জেলা বামফ্রন্টের বৈঠক করে কর্মসূচি নিতে হবে। সেই মতোই, আজ, রবিবার কলকাতা জেলা বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই মিছিলের দিনক্ষণ ঠিক হবে।

ধৃত ব্যাঙ্ক ম্যানেজার
ভুয়ো নথি দিয়ে ব্যাঙ্ক-ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে। পুলিশ জানায়, দিব্যেন্দু মুখোপাধ্যায়ের বাড়ি কসবার রাজডাঙায়। পুলিশ জানায়, ২০১০-এ বাচস্পতি ভট্টাচার্য নামে বরাহনগরের এক বাসিন্দা ব্যাঙ্কটি থেকে আট লক্ষ টাকা ঋণ নেন। অভিযোগ, তাঁর নথিগুলি ভুয়ো ছিল। পুলিশ জানায়, ঋণ পাওয়ার সময়ে দিব্যেন্দুবাবু শাখাটির দায়িত্বে ছিলেন।

জাল নোট, ধৃত ৩
জাল করে জালে: ১১ লক্ষ টাকার জাল নোট-সহ তিন জনকে ধরল এসটিএফ।
জাল নোট-সহ তিন জনকে গ্রেফতার করল এসটিএফ। শুক্রবার জোড়াবাগান থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাফিজুল শেখ, রবিউল শেখ এবং জামিরুদ্দিন শেখ। তিন জনই মালদার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ওই তিন পাচারকারীর কাছ থেকে ১০ লক্ষ ৮৯ হাজার টাকার নকল নোট মিলেছে।

বহুতলে আগুন
অঘটন: রাজাবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত বহুতলের একাংশ।
আগুন লাগল রাজাবাজারের একটি বহুতলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। দমকল জানায়, এ দিন বিকেল পৌনে ছ’টা নাগাদ ছ’তলা বাড়িটির পাঁচতলার একটি বন্ধ ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পাঁচটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হননি।

হার ছিনতাই
আমহার্স্ট স্ট্রিট, ঢাকুরিয়া, শেক্সপিয়র সরণির পরে এ বার মোটরবাইক সওয়ার ছিনতাইকারীর হানা বারুইপুরে।পথচলতি এক মহিলাকে ‘কাকিমা’ বলে ডেকে অন্যমনস্ক করে তাঁর সোনার হার ছিনিয়ে পালাল মোটরবাইকআরোহী দুই দুষ্কৃতী। শনিবার সকালে, বারুইপুর থানা এলাকার নতুনপাড়ায়। পুলিশ জানায়, এক দুষ্কৃতী চম্পট দিলেও সন্টু বাজিকর নামে তার সঙ্গীকে পাকড়াও করা হয়েছে।

সমব্যথী
—নিজস্ব চিত্র
নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের বাবা প্রণব গুপ্তের সঙ্গে দেখা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। শনিবার দলের দুই নেতা সুজন চক্রবর্তী এবং রবীন দেবকে সঙ্গে নিয়ে বিমানবাবু প্রণববাবুর কাছে যান। যে সুর সুদীপ্ত শুনতে ভালবাসত, তা বেহালায় বাজিয়ে বিমানবাবুকে শোনান প্রণববাবু। বিমানবাবুকে তিনি বলেন, “আমি পুত্রের মৃত্যুর সুবিচার চাই।” আগামী ১৭ এপ্রিল নজরুল মঞ্চে সুদীপ্তর স্মরণসভা করা হচ্ছে। সেই সভায় যেতে প্রণববাবুকে আবেদনও জানান বিমানবাবু।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.