তিনটি রুগ্ণ রাজ্য সরকারি সংস্থার হাল ফেরাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন তিন রুগ্ণ সংস্থার পুনরুজ্জীবনে জেলায় জেলায় গুদামঘর তৈরির বরাত দিল খাদ্য দফতর। বরাতের পরিমাণ আপাতত ৩৯০ কোটি টাকা। সমপরিমাণ বরাত দেওয়া হবে আগামী বছর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “শিল্পমন্ত্রীর অনুরোধেই আমার দফতর এই সিদ্ধান্ত নিয়েছে।” ওই তিন রুগ্ণ সংস্থা হল ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং, ওয়েস্টিং হাউস স্যাক্সবি ফার্মার এবং ম্যাকিন্টশ বার্ন। মন্ত্রী জানান, সরকারি সংস্থার কাজ পাওয়া মানে টাকাটা রাজ্যের তহবিলে থাকা। ওই কাজ করে কর্মীদের বেতন দিতে পারবে সংস্থাগুলি। মন্ত্রী জানান, জেলায় গুদাম তৈরির জন্য কেন্দ্রের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে নাবার্ডের মাধ্যমে ৩৯০ কোটি টাকা মিলেছে। তা দিয়ে প্রথম পর্যায়ে ৫২টি গুদামঘর তৈরি হবে। রাজ্যে মোট ৯১টি গুদাম তৈরি হবে। প্রকল্পের সব টাকা দিচ্ছে কেন্দ্র।
|
বেআইনি লেনদেন রুখতে নির্দেশ সেবি-র
সংবাদসংস্থা • মুম্বই |
বেআইনি লেনদেন রুখতে সেবি-র নির্দেশ, এখন থেকে প্রতিটি ব্রোকার সংস্থা এবং তার সদস্যদের সমস্ত তথ্য নিয়মিত ভাবে স্টক এক্সচেঞ্জে জমা করতে হবে। এই নির্দেশ জারি করেই ব্রোকারদের সমস্ত তথ্য নিয়মিত জমা দেওয়ার বৈদ্যুতিন ব্যবস্থা চালু করেছে বিএসই।
|
রাজারহাটে আবাসন প্রকল্প এনেছে গ্রিন টেক সিটি। এখানে ১,২ ও ৩ বেড রুমের ফ্ল্যাট ছাড়াও রয়েছে বোট হোমস, ডুপ্লে-র মতো আবাসন। প্রকল্পের ভেতরেই গল্ফ কোর্স, সভাকক্ষ ইত্যাদির সুবিধা আছে বলে জানিয়েছে সংস্থা। বিপণন দূত হয়েছেন অভিনেতা দেব।
|
নববর্ষ উপলক্ষে আগামী কাল পর্যন্ত গয়না মেলার আয়োজন করল বৌবাজারের দত্ত গিনি প্যালেস। মিলবে বিভিন্ন নক্শার সোনার গয়না। বিয়ের মরসুম উপলক্ষে রয়েছে বিশেষ গয়নাও। সোনার গয়নার মজুরিতে ২০% এবং হিরের গয়নার মজুরিতে ৫% ছাড় মিলবে।
|
প্রতিবন্ধীদের বিনামূল্যে কৃত্রিম হাত-পা ও ক্যালিপার বিতরণ করবে ক্যালকাটা মোটর ডিলার্স অ্যাসোসিয়েশন। একটি অ-সরকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে আজ তা করা হবে বলে জানিয়েছে সংগঠন। |