পুরনো বিবাদের জেরে ভরদুপুরে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। শুক্রবার কেতুগ্রামের রসুইগ্রামে শিবতলার ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম উত্তম মণ্ডল (৪৫)। তাঁর বড় ছেলে অভিজিৎ মণ্ডল গুরুতর জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রসুইগ্রামের পাশে বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন মাস আগে জবকার্ডের ছবি তোলার সময়ে লাইনে দাঁড়ানো নিয়ে উত্তমবাবুদের সঙ্গে ওই গ্রামেরই ঘোষপাড়ার একটি গোষ্ঠীর মধ্যে অশান্তি হয়। এর জেরে পরে আরও দু’বার ফের দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। উত্তমবাবুর ছেলে অভিজিতের অভিযোগ, “আমি ও বাবা শিবমন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। তখন ঘোষপাড়ার প্রায় ২০ জন লাঠি, শাবল নিয়ে আমাদের উপরে চড়াও হয়। আমাকে মারতে মারতে পাশে টেনে নিয়ে যায়। আমার চোখের সামনেই বাবাকে সবাই মিলে পেটাচ্ছিল।” উত্তমবাবুকে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই তৃণমূল সমর্থক। কিন্তু এই ঘটনার মধ্যে কোনও রাজনীতি নেই। ঘটনার পরে অভিযুক্তেরা পলাতক।
|
অভিযান চালিয়ে পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের মোজাফ্ফর গ্রামের একটি বাড়ি থেকে ৪৩ লিটার নকল বিদেশি মদ উদ্ধার করল আবগারি দফতরের কালনা ও পূর্বস্থলী শাখা। ধরা হয় বাড়ির মালিক মনোজ মাঝিকেও। আবগারি দফতরের কালনা শাখা সূত্রে জানা গিয়েছে, ১৩০টি বোতলে ৪৩ লিটার মদ মিলেছে। যার মধ্যে ১০১টি বোতলে ৩৭৫ মিলিলিটার মদ পাওয়া গিয়েছে। এই সব বোতলগুলিতে বিভিন্ন নামি ব্র্যান্ডের লেবেল লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাজনের মেলা উপলক্ষ্যে নকল মদগুলি তৈরি করা হয়েছিল। প্রত্যন্ত গ্রামে সেই মদ পাঠানোর পরিকল্পনা ছিল। আবগারি দফতরের কালনা শাখার ওসি প্রদীপ ঘোষ জানান, কোথা থেকে নকল মদ কেনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য এর আগেও কয়েকবার দোগাছিয়া এলাকায় পুলিশ নকল মদ তৈরির কারখানার হদিশ পেয়েছিল। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ঘণ্টা দুয়েক ডুলিতে আটকে রইলেন ২২ জন খনিকর্মী। শুক্রবার রানিগঞ্জের জেকে নগর প্রজেক্টের ঘটনা।
|
গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে শুক্রবার দুপুরে কেতুগ্রামের শিবলুনের কাছে ট্রলি সমেত একটি ট্রাক্টর উল্টে বেশ কয়েক জন আহত হন। তাঁদের মধ্যে ন’জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের বাড়ি কেতুগ্রামের শ্রীগ্রামে। এ দিন গাজন উপলক্ষে শিবের ভক্তেরা ট্রাক্টর ভাড়া করে উদ্ধারণপুরে ভাগীরথীতে স্নান করতে আসেন। বাড়ি ফেরার সময়ে শিবলুনের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়।
|
গাড়ি থেকে উদ্ধার হল পলিথিনে মোড়া ২০টি বোমা। বৃহস্পতিবার রাতে ডিভিসি ১৬ নম্বর ক্যানালের কাছে ধারা গ্রামের ঘটনা। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে। ওই গ্রামের বাসিন্দা, তথা গাড়ির মালিক জয়নাল মির্জাকে গ্রেফতার করেছে পলিশ। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বোমা ও আগ্নেয়াস্ত্র খোঁজা হচ্ছে।”
|
কেতুগ্রামে খুন
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
পুরনো বিবাদের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বর্ধমানের কেতুগ্রামে নিহত হলেন উত্তম মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি। জখম হন তাঁর ছেলেও। অভিযুক্তেরা পলাতক। |