আড়শা স্বাস্থ্যকেন্দ্রে শয্যা চালু, হারাদা গ্রামে ঢোকার রাস্তা নির্মাণ, পানীয় জলের বন্দোবস্ত-সহ কয়েক দফা দাবিতে বিডিওকে সম্প্রতি স্মারকলিপি দিয়েছেন এলাকার বাসিন্দারা। কর্মসূচির নেতৃত্বে ছিল এসইউসি। স্থানীয় বাসিন্দা রঙ্গলাল কুমার, শঙ্কর মাঝিরা জানান, আগে আড়শা স্বাস্থ্যকেন্দ্রে শয্যা চালু থাকলেও গত ৮-৯ মাস ধরে অন্তর্বিভাগ বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের আরও অভিযোগ, হারাদা গ্রামে ঢোকার রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। বছরভর তাই কষ্টে যাতায়াত করতে হয় বর্ষায় ওই রাস্তা দুর্গম হয়ে পড়ে। গরম পড়ার সঙ্গে সঙ্গে এই গ্রামে পানীয় জলেরও অসুবিধে দেখা দিয়েছে। আড়শার বিডিও মাধব বিসাই বলেন, “হারাদা গ্রামে কিছুটা রাস্তা আমরা তৈরি করেছি। পুরোটা করা যায়নি। শীঘ্রই কোনও প্রকল্প থেকে ওই রাস্তাটি সংস্কার করা হবে। পানীয় জলের অসুবিধে দূর করতে নলকূপও বসানো হবে।” তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রের বিষয়টি নিয়ে তিনি জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলবেন।
|
ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্তবিলি করা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল ডিওয়াইএফ। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শুক্রবার ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসারকে স্মারকলিপি দেওয়া হয়। ডিওয়াইএফের রাজ্য সহ-সভাপতি তথা সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরীর অভিযোগ, “শাসক দলের নেতাদের মনোনীত রোগীরাই কেবল রক্ত পাচ্ছেন। অন্যদের বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে এই পক্ষপাতিত্ব বন্ধ করা হোক।” বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “এ রকম অভিযোগ আগে পাইনি। ওঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে।”
|
আগামী ১৪ এপ্রিল, রবিবার উত্তরপাড়া প্রেরণার পক্ষ থেকে স্থানীয় লিচুবাগান এলাকায় ফাস্ট স্টেপ স্কুলে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয়েছে। শিবিরে বিনামূল্যে হৃদরোগ, দাঁত, মানসিক চিকিৎসা ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আছে। চলবে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
|
ইসিএলের কুনস্তরিয়া এরিয়ার উদ্যোগে উদয়ণ সঙ্ঘের সহযোগিতায় জামুড়িয়ার মন্ডলপুর গ্রামে শুক্রবার ক্যান্সার সচেতনতা শিবির আয়োজিত হয়। ১৮০ জন প্রতিনিধি যোগ দেন। |