|
|
|
সাত দিন যেমন
অসীম দাস |
|
|
|
শনিবারের রাশি: মেষ।
নক্ষত্র: কৃত্তিকা।
শুভ রং: কালো, বাদামি ও ঘন নীল।
এড়িয়ে চলুন: আগুনরঙা লাল, মেরুন ও আকাশি।
শুভ সংখ্যা: ১, ৫ ও ৮।
এড়িয়ে চলুন: ৩। |
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে মঙ্গল, শুক্র ও কেতুর সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বাদশে রবির, বুধের সঙ্গে থাকার জন্য ভাই বা বোনের জন্য দুশ্চিন্তা বাড়ার আশঙ্কা। চাকুরিজীবীদের জন্য স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়তে পারে। পরিবহণ বা চামড়া ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। সন্তানের গতিবিধি নিয়ে দুর্ভাবনা বাড়ার আশঙ্কা। ভিন্নভাষী কারও সঙ্গে অন্তরঙ্গতা বাড়তে পারে। দাম্পত্যে মানসিক চাপ বাড়তে পারে। আঘাত ও রক্তপাতজনিত ঘটনা থেকে সতর্ক হোন। |
|
|
|
রবিবারের রাশি: বৃষ।
নক্ষত্র: রোহিণী।
শুভ রং: সবুজ, সোনালি, লাল ও গেরুয়া।
এড়িয়ে চলুন: ঘন নীল, ফিরোজা ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪। |
এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে তুঙ্গস্থ হয়ে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করায় প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে মানসিক অবসাদে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে অযথা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসায়ীরা কোনও মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সন্তানের সাফল্যে বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হতে পারে। মাতৃকুলের কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা হতে পারে। দাম্পত্যে শরীর নিয়ে উদ্বেগের আশঙ্কা থাকবে। ফুসফুসজনিত সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
সোমবারের রাশি: বৃষ।
নক্ষত্র: মৃগশিরা।
শুভ রং: সাদা, আকাশি ও বাদামি।
এড়িয়ে চলুন: সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮। |
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করায় এবং রাশির দ্বাদশে মঙ্গলের, রবি ও শুক্রের সঙ্গে একযোগে থাকার জন্য প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্তরা নথি হারিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিকাঠামো নির্মাণকারীরা কোনও আইনি সমস্যায় জড়াতে পারেন। মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়ার আশঙ্কা। বিবাহ-বহির্ভূত কোনও সম্পর্কে জড়ানোর সম্ভাবনা। দাম্পত্যে বোঝাপড়ার অভাব বাড়তে পারে। শরীরে কোনও অতিরিক্ত গ্ল্যান্ড হলে সতর্ক থাকুন। |
|
|
|
মঙ্গলবারের রাশি: মিথুন।
নক্ষত্র: আর্দ্রা।
শুভ রং: সোনালি, কালো ও বাদামি।
এড়িয়ে চলুন: কমলা ও ফিরোজা।
শুভ সংখ্যা: ২, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ১ ও ৯। |
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে রাহুর, শনির সঙ্গে সহাবস্থানের জন্য সন্তানের গতিবিধি নিয়ে সতর্ক থাকা উচিত। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়বে। হোটেল ব্যবসায়ী ও বস্ত্র প্রস্তুতকারকদের জন্য কোনও ঝুঁকিপূর্ণ লগ্নি করা উচিত হবে না। বাবার সঙ্গে মতের অমিল বাড়তে পারে। কোনও সেলেব্রিটির সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্যে ইগো সমস্যা দূরত্ব বাড়াতে পারে। শরীরে কোনও ঘা অথবা অ্যালার্জি হলে সাবধান থাকুন। |
|
|
|
বুধবারের রাশি: মিথুন।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: নীল, কালো ও সবুজ।
এড়িয়ে চলুন: লেমন, গেরুয়া ও কমলা।
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ৩ ও ৬। |
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে বৃহস্পতির অবস্থানের জন্য আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িতরা অনেক দিনের আটকে থাকা কোনও টাকা পাওয়ার খবর পেতে পারেন। চাকুরিজীবীরা উচ্চ আধিকারিক দ্বারা অপমানিত হতে পারেন। সন্তান কোনও নেশায় আসক্ত হতে পারে। দাম্পত্যে ঠান্ডা লড়াই থাকার আশঙ্কা। লিভার ও মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুনর্বসু। শুভ রং: হলুদ, গেরুয়া ও কমলা।
এড়িয়ে চলুন: সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা: ১, ৩ ও ৬।
এড়িয়ে চলুন: ৭।
|
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির একাদশে বৃহস্পতির অবস্থানের জন্য রাজনীতিকদের জন্য দিনটি বিশেষ ভাবে বর্ণময় হতে পারে। নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্তরা কোনও লাভজনক সরকারি কাজ পেতে পারেন। সন্তানের প্রতিভার জন্য গর্ববোধ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনও খবরে খুশি হতে পারেন। দাম্পত্যে অম্ল-মধুর সম্পর্ক। ধুলো থেকে অ্যালার্জি বা শ্বাসকষ্ট থাকলে সতর্ক হোন। |
|
|
|
শুক্রবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুষ্যা।
শুভ রং: লাল, তামাটে, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: ঘন নীল, লেমন ও গেরুয়া।
শুভ সংখ্যা: ২, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৫ ও ৬। |
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে শনি, রাহু একযোগে থাকার জন্য কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বাড়লেও দিনের শেষে ভালো খবর পেতে পারেন। অয়েল ট্যাঙ্কার বা পেট্রোলিয়াম ব্যবসায়ীদের জন্য শুভ কোনও যোগাযোগ আসতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা। বিচক্ষণতা ও আকর্ষণীয় কথাবার্তায় বিপরীত লিঙ্গের নজর কাড়তে পারেন। দাম্পত্যে তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অতি উত্তেজনা অথবা মানসিক অবসাদ থেকে সতর্ক থাকুন। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|