টুকরো খবর |
স্টপেজ চেয়ে রেল অবরোধ নারায়ণগড়ে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অবরোধ নারায়ণগড়ে |
দু’টি ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ হল নারায়ণগড়ে। শুক্রবার সকাল সাড়ে ছ’টা থেকে প্রায় দু’ঘন্টা স্টেশনে অবরোধ চলে। নারায়ণগড় উন্নয়ন সমিতির ডাকে এই কর্মসূচি। খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা এসে সমিতির নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দেন। এরপর অবরোধ ওঠে। খড়্গপুর-খুরদা রোড এবং সাঁতরাগাছি-পুরী, এই দু’টি ফাস্ট প্যাসেঞ্জারেরই স্টপেজের দাবি জানিয়েছে সমিতি। নারায়ণগড়ে কম্পিউটারচালিত টিকিট সংরক্ষণ কেন্দ্র চালুরও দাবি জানানো হয়।
|
চরে কিশোরীর দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতার লখাটাপোলে। এই এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদী। শুক্রবার সকালে নদীর চরে দেহটি পড়েছিল। মৃতার বয়স আনুমানিক ৮ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গড়বেতা থানার ওসি শৈলেন বিশ্বাস এবং গড়বেতার বিডিও বিমলেন্দু দাস। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই কিশোরীর নাম-পরিচয়, কী ভাবেই তার মৃত্যু হল, তদন্তে সে সবই জানার চেষ্টা করছে পুলিশ। দেহটি ময়না-তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। |
|