|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
গীতাঞ্জলির কবিতা থেকে |
মৃণাল ঘোষ |
বারাসতের অজন্তা আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল সিরাজ কাজলের আঁকা ছবির প্রদর্শনী। রবীন্দ্রভারতী থেকে স্নাতক এই শিল্পী রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’র কবিতা অবলম্বনে এঁকেছেন। |
|
অ্যাক্রিলিক রঙের সঙ্গে বালির অমসৃণ বুনোট ব্যবহার করে নিজস্ব প্রকরণ পদ্ধতিতে অভিনব প্রকাশভঙ্গি তৈরি করেছেন। অভিব্যক্তিবাদী অন্তর্মুখীনতার ভিতর দিয়ে নিবিড় আধ্যাত্মিকতা উন্মীলিত হয়েছে। ‘আমারে তুমি অশেষ করেছ’, ‘কোথায় আলো কোথায় ওরে আলো’ ইত্যাদি গানের বাণীর বিমূর্ত ভাবকে অবয়ব ও নিরবয়ব প্রতিমাকল্পে কল্পনাঋদ্ধ ভাবে উন্মীলিত করেছেন।
|
প্রদর্শনী
চলছে
সিমা: সুমিত্র বসাক ২০ এপ্রিল পর্যন্ত।
আকৃতি: সমীর মণ্ডল আজ শেষ।
চিত্রকূট: যশবন্ত শিরওয়াদকর ২১ এপ্রিল পর্যন্ত।
অ্যাকাডেমি: ক্যানভাস ২৪ এপ্রিল পর্যন্ত।
তাজবেঙ্গল: দীপ্তি চক্রবর্তী ২২ এপ্রিল পর্যন্ত। |
|