বাজারের প্রত্যাশা পূরণ তো দূরের কথা। সপ্তাহের শেষ লেনদেনের দিনে শেয়ার বাজারে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিল ইনফোসিসের পূর্বাভাস। একেই গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা মাত্র ৩.৪% বেড়ে হয়েছে ২,৩৯৪ কোটি টাকা। তার উপর এ দিন দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থবর্ষেও ৬-১০% আয় বাড়বে তাদের। যা তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য তাদের সংগঠন ন্যাসকমের দেওয়া ১২-১৪% বৃদ্ধির পূর্বাভাসের ধারেকাছেও নয়। আর এমন হতাশাজনক ফল এবং দুর্বল পূর্বাভাসের জেরেই শুক্রবার সংস্থার শেয়ার দর এক ধাক্কায় পড়ল ২১.৩৩%। গত এক দশকে যা কখনও ঘটেনি। ইনফোসিসের শেয়ার দরের এই বিপুল পতনের খেসারত এ দিন দিতে হয়েছে বাজারকেও। মূলত ওই কারণেই সেনসেক্স নেমেছে প্রায় ৩০০ পয়েন্ট। তবে এ দিন এশিয়ার অনেক দেশেই সূচক ছিল নিম্নগামী। বিশেষজ্ঞদের মতে, তলানিতে ঠেকা শিল্প বৃদ্ধি এবং খুচরো বাজারে মূল্যবৃদ্ধি কমার কারণে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমা নিয়ে কিছুটা আশার সঞ্চার হতে পারত বাজারে। কিন্তু সেই আশায় জল ঢেলেছে ইনফোসিসের দরে রেকর্ড পতন আর মুনাফা ঘরে তোলার তাড়া।
|
কিছুটা স্বস্তি ভোডাফোন ও আইডিয়া-র। লাইসেন্স না-থাকা সার্কেলে তাদের থ্রিজি পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছিল টেলিকম দফতর (ডট)। কিন্তু শুক্রবার দিল্লি হাইকোর্টের নির্দেশ, জোর করে কেন্দ্র সংস্থাগুলিকে পরিষেবা দেওয়া থেকে বিরত করতে পারবে না। তবে ওই সব সার্কেলে এখনই নতুন কোনও গ্রাহককে পরিষেবা দিতে পারবে না সংস্থাও। ভারতী এয়ারটেলের ক্ষেত্রে ঠিক যে ধরনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
|
বেহালায় ৪,০০০ বর্গফুটের বিপণি খুলল তানিস্ক। কেনাকাটায় উপহার দেওয়া হচ্ছে সেখানে। ২ লক্ষ টাকার বেশি হিরের গয়নায় আছে ১৫% পর্যন্ত ছাড়ও। সুযোগ ১৬ এপ্রিল পর্যন্ত।
|
নাগেশ এ বাসবনহাল্লি ভারতে ফিয়াট ও ক্রাইসলারের নতুন প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন। |