খুলনায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারনের গাড়ির সামনে ছোট মাপের বোমা বিস্ফোরণে আজ রাতে অন্তত তিন জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সারন সে সময়ে গাড়িতে ছিলেন না। খুলনার চেম্বার অফ কমার্সের দফতরে একটি বৈঠকে ছিলেন। গাড়িটি বাইরে দাঁড় করানো ছিল। সে সময়েই দুষ্কৃতীরা একটি হাতবোমা ছুড়ে পালায়। গাড়ির চালক খোরশেদ আলম ও পুলিশের এক কনেস্টবল লিটন হালদার তাতে অল্পবিস্তর আহত হন। সারন অবশ্য বৈঠক সেরে নিরাপদেই ঢাকায় ফিরে গিয়েছেন।
|
চিঠিপত্র আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুহুর্মুহু স্টেটাস আপডেট, ছবি আপলোডের ঠেলায় অ্যাকাউন্ট প্রায় উপচে পড়ছে। কিন্তু মৃত্যুর পর ই-দুনিয়ার এই বিশাল সম্ভারের কী হবে, সেই চিন্তা কি এখন থেকেই মাঝেমাঝে উঁকি মারে? আপনার চিন্তার সুরাহা করতে এ বার নতুন পরিষেবা নিয়ে হাজির হল গুগল। মৃত্যুর পর ‘ভার্চুয়াল’ জগতের এই বিশাল সম্পত্তির পরিণতি কী হবে, তার চাবিকাঠি থাকছে আপনারই হাতে। ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’-এর সাহায্যে গুগল ড্রাইভ, জি-মেল বা গুগল প্লাস গুগলের সমস্ত অ্যাকাউন্টেই মিলছে এই সুযোগ। মৃত্যুর পর ইন্টারনেট থেকে চিঠিপত্র, ছবি, ভিডিও সমেত আপনার সব নিশানা মুছে দিতে চাইলে, গুগল নিজে থেকেই করবে সেই কাজ। কী ভাবে হবে তা? গুগলের যে কোনও অ্যাকাউন্টের সেটিংয়ে পাওয়া যাবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সুবিধা। সেখান থেকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজারে গেলেই হল। বহু দিন, যেমন ৩, ৬, ৯ মাস বা এক বছর অ্যাকাউন্ট ব্যবহার না করলে নিজে থেকেই অ্যাকাউন্ট নষ্ট করে দেবে গুগল। কত মাসের ব্যবধান হবে, তার বাছাইও থাকছে আপনার হাতে। তবে অ্যাকাউন্ট মুছে দেওয়ার আগে ফোনে বা দ্বিতীয় কোন অ্যাকাউন্ট যোগ করা থাকলে সেখানে আগেভাগেই এই বার্তা পৌঁছে দেওয়া হবে। ই-সম্পত্তি উড়িয়ে দেওয়ার পদ্ধতিটি আপনার মনপসন্দ না হলে থাকছে অন্য সুযোগও। উত্তরাধিকারী হিসেবে বেছে নিতে পারেন এক বা একাধিক ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়কে। দশ জন পর্যন্ত পরিচিতের ই-মেল জুড়ে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। ধুলো-ময়লা ঘেঁটে, হলদেটে চিঠির অস্পষ্ট হাতের লেখা উদ্ধার করার মতো কষ্ট না করেও কোনও দুর্লভ মুহূর্তের খোঁজ পেয়ে যেতে পারেন আপনার সেই বন্ধুটি। গুগলের পর এ বার ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সাইটে কবে এই সুযোগ মিলবে, দিন গুনছেন সকলে।
|
ড্রোন হামলায় মার্কিনদের সহযোগিতা করার কথা স্বীকার করে নিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। শুক্রবার প্রকাশ্যেই তিনি জানিয়েছেন, তালিবান দমনে সিআইএ-র গুপ্ত অভিযানে সম্পূর্ণ সমর্থন ছিল তাঁর। এ নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তিও হয়েছিল বলে জানালেন মুশারফ।
|
নববর্ষ উপলক্ষে বিশ্বজুড়ে বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। তিনি বলেছেন, “মার্কিন বাঙালিদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলাভাষী মানুষদের নববর্ষের অনেক অভিনন্দন। এটা তাঁদের প্রাণের উৎসব। পরিবারের সকলের সঙ্গে আগামী দিনগুলো আপনাদের আনন্দে কাটুক।” |