টুকরো খবর
দাদাকে খুনের অভিযোগে ধৃত
টাকা চেয়ে না পাওয়ায় দাদাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুর জিজিসি কলোনি এলাকায়। নিহতের নাম হরেন্দ্র হরিজন (৪৫)। তিনি তিলাবনি কোলিয়ারিতে কাজ করতেন। তাঁর মেয়ে জ্যোতিকুমারীর অভিযোগের ভিত্তিতে ভাই শৈলেন্দ্রকে ধরা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পারিবার সূত্রে জানা গিয়েছে, হরেন্দ্রবাবু তিন ভাইয়ের মধ্যে মেজো। ছোট ভাই শৈলেন্দ্র উত্তরপ্রদেশে বালিয়া জেলার খানোয়া গ্রামে আদিবাড়িতে থাকত। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে মাসখানেক আগে দাদার কাছে এসে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের জন্য টাকা দেওয়ার দাবি জানায়। হরেন্দ্রবাবুর পরিবারের অভিযোগ, তিনি ও তাঁর প্রতিবেশীরা শৈলেন্দ্রকে জানান, একমাত্র প্রশিক্ষণের নথি দেখালেই টাকা দেওয়া হবে। এ কথা জানার পরেই হরেন্দ্রবাবুকে রড দিয়ে শৈলেন্দ্র মাথায় আঘাত করে বলে অভিযোগ। কাল্লা হাসপাতাল নিয়ে গেলে চিকিত্‌সকেরা হরেন্দ্রবাবুকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শৈলেন্দ্রকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

বাস উল্টে জখম চার
দুর্গাপুরে শিক্ষামূলক ভ্রমণে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নর্দমায় বাস পড়ে গিয়ে জখম হলেন বর্ধমানের মাধবডিহির উচালনের একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর জনা চারেক ছাত্র। বাসটিতে ৪২ জন পড়ুয়া ও এক জন শিক্ষক ছিলেন। শুক্রবার দুপুরে তাঁরা রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল) এর ভিতরে কারখানা পরিদর্শনে এসেছিলেন। ক্যান্টিনে দুপুরের খাওয়া সেরে তাঁরা বাসে ওঠেন। বাসটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নর্দমায় হেলে পড়ে। শিক্ষক শিশিরকুমার দাস জানান, চারজন ছাত্র আহত। তাঁদের ডিপিএল হাসপাতালে প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়।

দু’ঘণ্টা আটক আধিকারিক
গাড়িতে আগ্নেয়াস্ত্র আছে। জনা কয়েক তৃণমূল কর্মীর এই অভিযোগ নিয়ে জামুড়িয়া পুরসভার এক প্রশাসনিক আধিকারিক ও গাড়ির চালককে দু’ঘণ্টা আটকে রাখা হল রানিগঞ্জ থানায়। জামুড়িয়ার সিপিএম পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, বর্ধমান থেকে তাঁদের প্রশাসনিক আধিকারিক মহম্মদ আসরাফ লোকাল ট্রেনে রানিগঞ্জে নামেন। অসুস্থ আধিকারিককে স্টেশন থেকে আনার জন্য পুরপ্রধানের গাড়ি স্টেশনে পাঠানো হয়। সেটির চালক কৃষ্ণা হাজরার অভিযোগ, রানিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানের সামনে গাড়ি দাঁড়াতেই এক মোটরবাইক সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন তৃণমূল কর্মী গাড়িটি ঘিরে ধরে। গাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে-সহ নানা অভিযোগ তুলতে থাকে তারা। কৃষ্ণাবাবুর বক্তব্য, “আমি তাদের বলি, আপনারা গাড়ি খুঁজে দেখে নিন। কিন্তু তারা কোনও কথা না শুনে গাড়ি-সহ আমাদের থানায় নিয়ে যায়। সেখানে পুলিশ নানা প্রশ্ন করে। পুরপ্রধানকে জানালে প্রতিনিধি মারফত সবিস্তার বিষয়টি লিখিত ভাবে জানালে দু’ঘণ্টা পরে আমাদের ছাড়া হয়।” ভাস্করবাবু বলেন, “এই নৈরাজ্য বন্ধের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।”

বাজ পড়ে মৃত্যু
মাঠে কাজ করার সময়ে বাজ পড়ে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন আরও দুজন। শুক্রবার কুলটির লছমনপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম কালীচরণ বাদ্যকর (২৪)। এ দিন দুই সঙ্গীর সঙ্গে মাঠে গিয়েছিলেন তিনি। খানিকক্ষণ পরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। বাজ পড়ে মৃত্যু হয় কালীচরণবাবুর। আহত হন দুই সঙ্গী। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

দাদাকে খুনে ধৃত
টাকা না দেওয়ায় শুক্রবার বর্ধমানের পাণ্ডবেশ্বরে দাদাকে রড দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.