আজ দুপুরে নয়াদিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের বস্তি এলাকায় ভয়াবহ আগুন লাগে। ঘিঞ্জি বস্তি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ২০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
|
প্রেসিডেন্সি কাণ্ডে ধৃতদের আদালতে পেশ |
বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ আরও তিনজনকে গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। আজ সকালে কলেজ স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশি তত্পরতায় ঘটনার দিনেই জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। এখনও পর্যন্ত ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ১৪৮, ১৪৯, ৩২৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কোনও কর্মী জড়িত ছিল না বলেই গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অভিযুক্ত পাঁচজনকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। এদের মধ্যে মুন্না সিংহ নামে এক ছাত্রকে অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয়েছে। বাকি চারজন জয়ন্ত হাওলাদার, শুভজিত্ বর্মন, অনুব্রত চক্রবর্তী ও চিরঞ্জিত্ গায়েনকে ২৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ২৬ এপ্রিল ধৃত পাঁচজনকে ফের আদালতে পেশ করা হবে বলে খবর। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় প্রেসিডেন্সির দুই ছাত্র ছন্দক চট্টোপাধ্যায় ও দেবর্ষি চক্রবর্তীর বিরুদ্ধেও মামলা রজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। প্রেসিডেন্সি কাণ্ডের জন্য ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে এই ঘটনা আর ঘটবে না বলেই আশ্বাস দেন তিনি।
|
কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মৃত ২ |
কল্যাণী এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনাটি ঘটেছে আজ ভোর রাতে ব্যারাকপুর-কল্যাণী হাইওয়ের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যান ও লরিটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার মাঝি নামে ভ্যানের এক যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অপরজনের। মৃতেরা সকলেই হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয়েছে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে।
|
দূরপাল্লার ট্রেন থামার দাবিতে আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় স্টেশনে অবরোধ চালাচ্ছিলেন নিত্যযাত্রীরা। হাওড়া-পুরী এক্সপ্রেস ও হাওড়া-খুরদা এক্সপ্রেস এই দু’টি ট্রেন থামার দাবি জানান তারা। কম্পিউটারচালিত টিকিট কাউন্টারেরও দাবি জানানো হয়। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আড়াই ঘন্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।
|