শিশুর আঙুলের সেলাই কাটতে গিয়ে হাসপাতালের এক কর্মী তার আঙুলটাই কেটে ফেললেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের হাসপাতালে। শিশুটির বাবা জানিয়েছেন, হাসপাতালের এক ঝাড়ুদার তাঁর সন্তানের আঙুল থেকে সেলাই কাটতে আসেন। কিন্তু তা না পারায় তিনি শিশটির আঙুলটিই কেটে দেন। এবং নোংরা ফেলার পাত্রে ফেলে দেন। পরে আঙুলটি খুঁজেও পাওয়া যায়নি। পরে শিশুটির বাবা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে তাঁর কথা কেউ শুনতে চায়নি। পরে হাসপাতাল সুপার জানান, অভিযুক্ত ঝাড়ুদারকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।
|
সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা, পরিচয়পত্র প্রদান, সরকারি স্বাস্থ্যকর্মী নিয়োগে অগ্রাধিকার প্রভৃতি দাবিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি দিল মেদিনীপুর জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কয়েকশো চিকিৎসক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসে সামনে জড়ো হয়। তারপর মিছিল করে তাঁরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে স্মারকলিপি দেন। |