টুকরো খবর
ভুয়ো পরিচয়ে ট্রাকে ছিনতাই
শিলিগুড়ি থেকে ফালাকাটা যাওয়ার পথে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ট্রাক বোঝাই সুপারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে তিস্তা সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। সুপারি নামিয়ে নেওয়ার পরে ভোর রাতে গাড়ির চালক ও খালাসিকে ক্রান্তি এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ক্রান্তি ফাঁড়িতে গেলে ট্রাক চালকের অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের ময়নাগুড়ি থানায় যেতে বলা হয়। মঙ্গলবার দিনভর হয়রানির পরে সন্ধ্যায় ময়নাগুড়ি থানায় অভিযোগ করা হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযোগ না নেওয়ার কোনও ঘটনা নেই। ট্রাকের চালক নিজেই ঠিক করতে পারেনি কোথায় অভিযোগ জানাবেন। শেষ পর্যন্ত ময়নাগুড়িতে অভিযোগ জমা পড়েছে। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ট্রাক চালক সূর্য দাস জানান, সোমবার রাত ১১ টা নাগাদ তিস্তা সেতু পার হওয়ার পর থেকে একটি ছোট গাড়ি তাঁদের পিছু নেয়। মায়নাগুড়ি রোড লাগোয়া এলাকায় ট্রাক দাঁড় করিয়ে নিজেদের শুল্কল দফতরের লোক পরিচয় দিয়ে কাগজ দেখতে চান। কাগজ বার করলে সেগুলি নিয়ে ওদের কয়েকজন ট্রাকে ওঠেন। ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছলে ট্রাক চ্যাংড়াবান্ধার রাস্তায় নিয়ে যেতে বলে। এর পরে চালক সহ তিনজনকে মারধর করে। ট্রাক থেকে নামিয়ে ছোট গাড়িতে তোলা হয়। দুষ্কৃতীরা সবার মোবাইল ফোন, টাকা কেড়ে নেয় বলে অভিযোগ। সূর্য বলেন, “২০১ বস্তা সুপারি নিয়ে চ্যাংড়াবান্ধার দিকে চলে যায়। ছোট গাড়িতে করে আমাদের ক্রান্তি এলাকায় নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাদে সেখানে খালি ট্রাক ফিরে আসে। আমাদের নামিয়ে ট্রাক দিয়ে ওরা চলে যায়।” ওই ব্যবসায় জড়িত বিষ্ণু কুণ্ডু নামে এক ব্যক্তি ময়নাগুড়িতে পৌঁছলে বিকেল ৬ টা নাগাদ অভিযোগ দায়ের করা হয়।

আজ খুলবে মধু চা বাগান
১৯ দিন বন্ধ থাকার পর আজ, বুধবার থেকে খুলবে বন্ধ মধু চা বাগান। মঙ্গলবার শিলিগুড়িতে যুগ্ম শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান জানান, বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। এর পর থেকে বাগানের কোনও বিষয় আলোচনা করতে হলে ইউনিট নেতারা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। বাগানের সমস্যা নিয়ে জুনের প্রথম সপ্তাহে আলিপুরদুয়ারে সহকারি শ্রম আধিকারিকের দফতরে ফের বৈঠক হবে। গত ২২ মার্চ থেকে চা বাগানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। বাগান খোলার পর শুক্রবার মালিকপক্ষ শ্রমিকদের ৬০০ টাকা অগ্রিম দেবেন। রেশনও দেওয়া হবে।

আজমাবাদ বাগান বন্ধ
বন্ধ হয়ে গেল নকশালবাড়ির আজমাবাদ চা বাগান। মঙ্গলবার সকালে চা বাগানের সামনে লকআউটের নোটিশ ঝুলিয়ে দিয়ে মালিক পক্ষ চলে যায়। তা জানাজানি হতে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষের ওই সিদ্ধান্তের জেরে বাগানে ৩৫০ জন শ্রমিক কাজ হারালেন। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে চা বাগানের একটি অংশের জমি নিয়ে মালিক পক্ষের সঙ্গে স্থানীয়দের একাংশের দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল। শ্রম দফতরের শিলিগুড়ির যুগ্ম কমিশনার মহম্মদ রিজওয়ান বলেন, “বাগান খুলতে দু’পক্ষকে বৈঠকে ডাকা হবে।”

বিডিও-র দফতরে আগুন
সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মালবাজারের বিডিও অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রশাসনিক সূত্রে খবর, দোতলার ব্লক দফতরের ভিডিও কনফারেন্স হলের নীচে সিড়িতে আগুন লাগে। তবে নথি পুড়ে যায়নি। সিড়িটি ব্যবহার না হওয়ায় সেখানে সর্বশিক্ষা মিশনের বই, বাড়ি ও জনগণনার বই এবং নথিপত্র রাখা ছিল। সেগুলি পুড়ে গিয়েছে। আগুন ধীরে ধীরে দোতলায় ছড়িয়ে পড়ে। বিডিও অফিস লাগোয়া মাঠে প্রাতর্ভ্রমণ করতে এসে কয়েক জন সেই আগুন দেখতে পান।

ফের জেল হেফাজত
জামিনের আবেদন নাকচ করে আলু-কাণ্ডে অভিযুক্ত ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.