দুই বন্ধুর ‘লড়াই’ ভোগাতে পারে নাইটদের
বেঙ্গালুরুতে বিরাটের দিন। ছবি: পিটিআই।
চিন্নাস্বামীতে তখন আরসিবি ইনিংস মাঝপথে। গেইলের হাতে সদ্য কমলা টুপি তুলে দিয়েছেন ড্যানি মরিসন। গেইল যখন সবে “এ বার এটা ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হবে” বলে একটু জিরোচ্ছেন, জলজ্যান্ত ‘চ্যালেঞ্জ’ উপস্থিত হয়ে গেল! বিরাটের উন্মত্ত ব্যাটিং-বিস্ফোরণে টুপির মালিক পাল্টাপাল্টি আর শেষে কোহলির বলে যাওয়া, “গত বছরটা আইপিএলে ভাল যায়নি। তাই এ বার নিজের উপর প্রত্যাশার চাপটা আর রাখছি না। খোলা মনে খেলার চেষ্টায় আছি।” পরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচে অবশ্য কমলা টুপি নিয়ে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দীনেশ কার্তিক (৪৮ বলে ৮৬)।
চিন্নাস্বামীর কয়েক কিলোমিটার দূরে টিম হোটেলে টিভিতে ঘটনাগুলো দেখে গম্ভীরদের ভাল লাগবে না, সেটাই স্বাভাবিক। রাজস্থানের কাছে হারার পর সাংবাদিকদের তো বটেই, ড্রেসিংরুমেও নাকি নাইট অধিনায়ক বলে ফেলেছেন, “অর্থহীন ব্যাটিং। এই লাইন আপ নিয়েও একশো চুয়াল্লিশ তাড়া করা যাবে না?” জয়পুর ছাড়ার সময় এয়ারপোর্টেও কোচ ট্রেভর বেলিসের সঙ্গে তাঁকে আলোচনায় ডুবে থাকতে দেখা গিয়েছে। পরবর্তী ম্যাচে সামনে আবার গেইল। কোহলি এ দিন দুর্দান্ত খেললেও পুরনো নাইটকেই এক নম্বর শত্রু হিসেবে ধরা হচ্ছে শিবিরে।
বিরাট কোহলি
৩ ম্যাচে ১৬৩ রান। সর্বোচ্চ ৯৩ ন.আ., বাউন্ডারি ২০, ওভার বাউন্ডারি ৬ স্ট্রাইকরেট ১৫৫.২৩

ক্রিস গেইল
৩ ম্যাচে ১০৬ রান, সর্বোচ্চ ৯২ ন.আ., বাউন্ডারি ১৩, ওভার বাউন্ডারি ৫ স্ট্রাইকরেট ১৪১.৩৩
একটা প্রাথমিক খসড়ারও সন্ধান পাওয়া গেল গেইলকে ফেরাতে হলে শুরুতেই ফেরাতে হবে। খুব বেশি হলে পাওয়ার প্লে-র মধ্যে। কারণ ওই সময়টা একটু ও নড়বড়ে থাকে। বল দেখে খেলে। আর তাই শুরুর দিকেই আনা যেতে পারে সুনীল নারিনকে। চিন্নাস্বামীর পিচে বাউন্স আছে, যেটা পেসার নয় স্পিনারদেরও সাহায্য করবে নাকি ভাল রকম। অতএব, ফেরালে ওই ছ’সাত ওভারের মধ্যে, নইলে...। আর গেইলের ব্যাটে মঙ্গলবার সাইক্লোন ওঠেনি বলে বৃহস্পতিবারও উঠবে না, এমন চিন্তারও কোনও কারণ নেই। তবে গেইলের পাল্টা ওষুধ যিনি হতে পারেন, সেই ব্রেন্ডন ম্যাকালামের মঙ্গলবার রাতেই বেঙ্গালুরুতে ঢুকে পড়ার কথা। কেকেআর ম্যানেজমেন্ট থেকে জানানো হল, বুধবার সম্ভবত গম্ভীর-কালিসদের সঙ্গে প্র্যাকটিসেও নেমে পড়বেন কিউয়ি উইকেটকিপার।
আর গেইল? গ্যাংনাম নাচ নেচে এ দিন চিন্নাস্বামীর গ্যালারিকে মত্ত করে দিয়ে তো শুনিয়ে গেলেন, “বেঙ্গালুরুতে বেশ আছি। এখানে খেলাটা এনজয়ও করি। আজ ইশান্তের বলে খোঁচাটা লেগে গেল। পরের দিন ঠিকঠাক খেলতে হবে।” মানে? বোধহয় মূর্খেও বুঝবে!





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.