|
|
|
|
হুল্লোড় |
‘শূন্য অঙ্ক’ থেকে পূর্ণ সংখ্যায় |
সংখ্যাটি ‘২৪’। একটি আমেরিকান টিভি সিরিজ। যা হিন্দিতে রূপান্তরিত
করছেন অনিল কপূর। অভিনয়ে প্রিয়াঙ্কা বসু। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত |
প্রায় বছরখানেক আগেই শোনা গিয়েছিল অনিল কপূর আমেরিকার হিট টিভি সিরিজ ‘২৪’-এর স্বত্ব কিনছেন, হিন্দিতে সেটি বানানোর জন্য। সিরিজের জন্য কাস্টিং-এর তোড়জোড় শুরু হয়েছিল কয়েক মাস আগেই। সম্প্রতি জানা গিয়েছে, সিরিজের অন্যতম আকর্ষণ যে কাউন্টার টেররিস্ট এজেন্টের চরিত্রটি করতে চলেছেন প্রিয়াঙ্কা বসু। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে গৌতম ঘোষের ‘শূন্য অঙ্ক’ ছবিতে। প্রিয়াঙ্কা ইতিমধ্যে অনিল কপূরের সঙ্গে ওয়ার্কশপও শুরু করে দিয়েছেন মুম্বইতে।
প্রিয়াঙ্কার কেরিয়ারগ্রাফে সব চেয়ে আকর্ষণীয় হল, এক দিকে তিনি অনিল কপূরের সঙ্গে কাজ করছেন, অন্য দিকে আবার অনিল কপূরেরই এক সময়কার হিট কো-স্টার মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করছেন ‘গুলাব গ্যাং’-এ। “হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং। আমি সেটে বলেছিলাম যে আমি ‘রাম লক্ষ্মণ’-এর লক্ষ্মণ আর রাধার সঙ্গে কাজ করছি। মাঝে মাঝে মনে হয় আমি একটা সময়ের আবর্তে রয়েছি। কী সব তাবড় তাবড় অভিনেতাদের সংস্পর্শে কাজ করছি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এক দিকে অনিলজি, অন্য দিকে এমডি (মাধুরী দীক্ষিত),” বলেন প্রিয়াঙ্কা।
মূল টিভি সিরিজটাতে প্রিয়াঙ্কার চরিত্রটিতে ছিলেন আমেরিকার অভিনেত্রী সারা ক্লার্ক। “আমি ‘২৪’-এর প্রথম দু’টো সিজন দেখেছিলাম। আপাতত প্রথম সিজনটা আবার দেখছি,” বলেন প্রিয়াঙ্কা।
হিন্দিতে সিরিজটা পরিচালনা করছেন ‘ডেলি বেলি’র পরিচালক অভিনয় দেও। তবে হিন্দি সিরিজটার নামটা এখনও ঠিক হয়নি। “আমার চরিত্র সম্পর্কে বেশি বলা বারণ। এটুকু বলতে পারি যে কাস্টিং-এর সময় ওঁরা চেয়েছিলেন এমন এক জন অভিনেত্রী যার মুখটা বেশি পরিচিত নয়। সেই কারণেই ওঁরা গোটা দেশ জুড়ে এমন অভিনেতাদের খোঁজ চালিয়েছিলেন। প্রায় ছত্রিশ জন দক্ষ অভিনেতাদের খুঁজে বের করেছেন। বেশির ভাগই নাটকের জগতের। জানুয়ারিতে স্ক্রিন টেস্ট দিয়ে নির্বাচিত হই। তার পর থেকে প্রচুর ওয়ার্কশপ করছি,” জানালেন তিনি।
কী রকম প্রস্তুতি চলছে সেখানে? “কাজের ব্যাপারে অনিলজির নিষ্ঠা দেখবার মতো। কুড়ি বছর বয়সিদেরও লজ্জায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন। মূল টিভি সিরিজটিতে অনিলজির চরিত্রটি কিফার সাদ্যারল্যান্ড করেছিলেন। ওয়ার্কশপে কাজের মাঝে মাঝেই উনি আমাকে বলতেন, ‘এটা বললাম বলে কিছু মনে কোরো না’। আর আমি তো হাঁ! মনে করব কী, আমি তো সব শিখছি,” বললেন তিনি।
কিন্তু সনাতন ভারতীয় দর্শক তো এখনও শাশুড়ি-বৌমা সিরিয়ালের গণ্ডি ছেড়ে বেরোতে পারেননি। সেখানে এই রকম একটি ভিন্ন ধারার অনুষ্ঠান কতটা জায়গা করে নিতে পারবে মানুষের মনে? “আমরা জানি যে এমন বহু মানুষও এই সিরিজটি দেখবেন যাঁদের কাছে আমেরিকার টিভি সিরিজের ধারাটি সম্পূর্ণ অপরিচিত। তাঁদের জন্য ব্যাপারটা একেবারেই নতুন। ভারতীয় টেলিভিশনে এই রকম অনুষ্ঠান সাধারণত দেখা যায় না। তবে এটাও বলব যে খুব ঘরোয়া দর্শকরাও এখন নতুন ধরনের জিনিস পছন্দ করছেন। তা ছাড়া, এই অ্যান্টি-টেররিস্ট ইউনিটের সঙ্গে মানুষের স্বাভাবিক ইমোশনগুলোকেও তুলে ধরা হয়েছে। প্রেম, ভালবাসা, ড্রামা সবই রয়েছে এখানে। ভারতীয় দর্শকরা নিশ্চয়ই এই নতুন ধরনের প্রচেষ্টায় সাড়া দেবেন। তারা বুঝবেন ক্ষেত্রটা আলাদা হলেও মানুষের স্বাভাবিক ইমোশনগুলো একই থেকে যায়।” |
|
মাধুরীর ব্যাপারে প্রিয়াঙ্কা বললেন যে, এক জন ‘ডিভা’র সংস্পর্শে থাকাটাই সৌভাগ্যের ব্যাপার। “‘গুলাব গ্যাং’-এর পরিচালক বাঙালি। যখন শু্যটিং শুরু হয়, কথা বলতে বলতে এমডি আমাকে তাপস পালের গল্প করছিলেন। কী ভাবে দু’জনে একসঙ্গে ‘অবোধ’-এর শ্যুটিং করেছিলেন। ‘গুলাব গ্যাং’-এ আমি এমডির গ্যাং-এর একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি,” প্রিয়াঙ্কা বললেন।
আর বাংলা ছবি? আবার কবে সেখানে দেখা যাবে তাঁকে? “‘শূন্য অঙ্ক’ করার পরে আরও দু’টো বাংলা ছবির অফার পেয়েছিলাম। দু’টি ভিন্ন ধারার ছবি। স্ক্রিপ্টও বেশ পছন্দ হয়েছিল। কিন্তু দেখতে হবে ‘২৪’-এর শু্যটিং ডেট এই ছবিগুলোর সঙ্গে খাপ খাচ্ছে কি না,” বললেন তিনি।
এই সবের মাঝেই আবার রাজি হয়েছেন ‘নির্ভয়া’ বলে একটি ইংরেজি নাটকে অভিনয় করতে। “‘ডেলি বেলি’র অভিনেত্রী পূর্ণা জগন্নাথান এবং আমি মিলে পুরো দেশ জুড়ে এই নাটকটির বিভিন্ন চরিত্রের জন্য কাস্টিং করছি। কানাডার এক জন পরিচালক ইয়েল সারবার এই নাটকটি পরিচালনা করছেন,” তিনি বললেন।
নাটকটিতে কি দিল্লি গণধর্ষণের ঘটনাটাকে তুলে ধরা হচ্ছে? “না। সেটা একদমই করব না আমরা। তবে নাটকটির মাধ্যমে মহিলাদের মধ্যে যৌন নির্যাতন নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। পরিচালক নাটকে অনেকগুলো টুকরো টুকরো ঘটনা ব্যবহার করছেন। তা ছাড়া আমরা এমন কয়েক জন অভিনেতাকে আমাদের সঙ্গে চাই যাঁরা নিজেদের জীবনে কখনও না কখনও যৌন নির্যাতনকে খুব কাছ থেকে দেখেছেন। আমি দিল্লিতে বড় হয়েছি। এই ধরনের অভিজ্ঞতাগুলো কতটা ভয়ঙ্কর হতে তার ধারণা আমার রয়েছে।”
নাটকটি অগস্ট মাস থেকে মঞ্চস্থ হবে। তবে তার আগে প্রিয়াঙ্কা ‘২৪’-এর শ্যুটিং শেষ করবেন।
এক অঙ্ক থেকে অন্য অঙ্কে পাড়ি দিতে প্রিয়াঙ্কা আজ উদগ্রীব। |
|
|
|
|
|