টুকরো খবর
দলের বিরোধিতা, ধৃত তৃণমূল কর্মী
দলীয় নীতির বিরোধিতা করে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। তৃণমূল পরিচালিত পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে দলের স্থানীয় এক নেতার ছেলেকে কল্যাণীর ‘এ’- ব্লক থেকে সোমবার পুলিশ গ্রেফতার করেছে। নাম বাবু রায়। ধৃত ওই যুবকের বাবা অমর রায় তৃণমূলের কল্যাণীর ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। পুলিশ জানায়, পুরসভার উদ্যোগে গত শনিবার শহরের বিভিন্ন স্থানে বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়ার প্রচার চলছিল। অভিযোগ, সেই সময় বাবু কয়েকজনকে নিয়ে প্রচারের গাড়ি আটকায়। মাইকের তারও ছিঁড়ে দেওয়া হয়। কল্যাণীর পুরপ্রধান তথা কল্যাণী শহর তৃণমূল সভাপতি প্রদীপ কুমার সুর বলেন, “বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাইকে প্রচার করা হচ্ছিল। সেই কাজে ওই যুবক বাধা দেয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।” বাবু তৃণমূলের সদস্য কিনা? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এক সময় ছেলেটি সিপিএমের যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তবে এখন কি করে জানি না।” অমরবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।”

শিক্ষকদের পদত্যাগ, স্কুলে তালা রঘুনাথগঞ্জে
তিন শিক্ষকই চাকরি ছেড়েছেন। স্কুলে তালা ঝুলছে। শিকেয় পড়াশুনা। পড়ুয়ারা বিদ্যালয়ে এসে বাড়ি ফিরছে। এমনই দশা রঘুনাথগঞ্জের পাইকোড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের। বছর তিনেক আগে শুরু হয় ওই স্কুল। শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় অবসরপ্রাপ্ত তিন জন হাই স্কুলের শিক্ষককে। প্রথমে তাঁরা মোটা অঙ্কের বেতনও পেতেন তাঁরা। পরে সরকারি নির্দেশিকা অনুযায়ী, বেতন হয় মাসে ৫ হাজার টাকা। অভিযোগ, মাস ছয়েক ধরে ওই টাকাও না মেলায় গণ ইস্তাফা দেন শিক্ষকেরা। বিদ্যালয় পরিদর্শক ইপ্তিকার আহমেদ বলেন, “স্কুলের তিন শিক্ষকই বয়স্ক। তাই একজন জানুয়ারি ও বাকি দু’জন ১ এপ্রিল ইস্তাফা দিয়েছেন। এখন স্কুল বন্ধ। শিক্ষক মিললে খুলবে স্কুল।” পদত্যাগী শিক্ষক চিত্তরঞ্জন মুখ্যোপাধ্যায় বলেন, “স্কুলে পরিকাঠামো নেই। কথা ছিল পেনশনের অর্থ বাদ দিয়ে পুরো বেতন দেওয়ার। এখন বলা হচ্ছে মাসে ৫০০০ টাকা। তাও আবার নিয়মিত মিলছে না। তাই বাধ্য হয়ে আমরা চাকরি ছেড়েছি।” জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বিমল পান্ডে বলেন, “এসএসসি বা পুনরায় চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ না হওয়া অবধি স্কুল বন্ধ থাকবে।”

ধৃতকে ছিনিয়ে আনতে হামলা
রীতিমত হেনস্থা করে পুলিশের কাছ থেকে ধৃত এক ব্যক্তিকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা। সোমবার দুপুরে ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জের মহালদার পাড়ায়। গ্রামবাসিরা ঘণ্টাখানেক ধরে লালগোলা-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রের খবর, বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে নাসির শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ গ্রামেরই অন্য এক নাসির শেখকে ধরে। তাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে তার স্ত্রী রেহেনা বিবি প্রতিবাদ করে। রেহেনা বিবির অভিযোগ, স্বামীকে কেন ধরা হচ্ছে কেন তা জানতে চাইলে পুলিশ আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই নাসির শেখকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা। বিশাল পুলিশ বাহিনী এসে নাসিরের বাড়িতে তল্লাশি চালায়। জেলা পুলিশ সুপার হুমায়ন কবীর বলেন, “আসামী ধরা নিয়ে ওই গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

অপহরণের চেষ্টা, ধৃত
স্কুলের সামনে থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন অভিভাবকরা। পুলিশ জানায়, সোমবার দুপুরে বহরমপুরের মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুলের গেটের সামনে ওই ঘটনায় ধৃতের নাম নিউকুল শেখ। পেশায় সে রিকশা চালক। পুলিশ জানায় ওই ছাত্রীকে সে অপহরণের চেষ্টা করছিল কেন, সে ব্যাপারে তাকে জেরা করা হচ্ছে। এ দিন ছিল স্কুলের পরীক্ষা। পরীক্ষা শেষে স্কুলের গেটের সামনে বাবার জন্য অপেক্ষা করছিল ছাত্রীটি। সেই সময় ওই রিকশাচালক তাকে জোর করে রিকশায় তুলতে গেলে চিৎকার চেঁচামেচিতে পথ চলতি মানুষ ওই রিকশা চলককে ধরে ফেলেন।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম প্রসাদী মণ্ডল (৬২)। বাড়ি কান্দির ভান্ডারা গ্রামে। পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই মহিলা কীটনাশক খেলে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শুরু হলেও সাড়া মেলেনি। রাতে হাসপাতালেই মারা যান প্রসাদী মণ্ডল।

প্রতিবাদসভা
আইন শৃঙ্খলার অবনতি, রানাঘাট পুরসভার দুর্নীতি ও ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রানাঘাটে প্রতিবাদসভা করে কংগ্রেস। সভার আগে মিছিল বেরোয়। সভায় হাজির ছিলেন রানাঘাট শহর সভাপতি কল্লোল চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র সহ আরও অনেকে।

জমি বিবাদে খুন
জমি বিবাদে এক ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল তাঁরই খুড়তুতো ভাই। মৃত এনাজুল শেখ (৪৫) সুতির শঙ্করপুরের বাসিন্দা। পুলিশ জানায়, জমি নিয়ে এনাজুলের সঙ্গে তাঁর পরিজনজদের ঝামেলা চলছিল। রবিবার রাতে তারই জেরে খুন হন এনাজুল।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
শ্বশুর বাড়ির অত্যাচারে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল এক মহিলা। নাম সুস্মিতা পাল (২৫)। বাড়ি পলাশি বিবেকানন্দ পল্লীতে। রবিবার শক্তিনগর জেলা হাসপাতালে মারা যান তিনি। মৃতার বাবার অভিযোগ পেয়ে পুলিশ মহিলার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে।

নাট্যোৎসব
কুড়ি তম বার্ষিক রানাঘাট নাট্যোৎসব শেষ হল রবিবার। বৃহস্পতিবার নজরুল মঞ্চে রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের উদ্যোগে ও রানাঘাট পুরসভার সহযোগিতায় নাট্য উৎসবটির সূচনা হয়। উৎসবে ১১টি একাঙ্ক নাটক পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন রানাঘাটের পুরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

আগুনে পুড়ল বাড়ি
ভস্মীভূত হল দশটি বাড়ি। পুলিশ জানায়, রবিবার নওদার দুর্লভপুরে তিনটি ও মহম্মদপুর এলাকায় সাতটি বাড়িতে উনুন থেকে আগুন লাগে। দমকল ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.