বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে! দ্বিতীয় ডিভিশন আই লিগের ফাইনাল রাউন্ডের ম্যাচে সোমবার মুম্বই টাইগার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন হোসে ব্যারেটো। বাগান ছেড়ে আসা তোতা-র জন্যই এ দিনের ম্যাচে ৩-২ জয় পেল ভবানীপুর। তিনটি গোলের মধ্যে দুটি গোলই হয়েছে লিমার কর্নার থেকে ব্যারেটোর হেডে। ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় ভবানীপুর। পেনাল্টি থেকে গোল করতেও ভুল করেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। পেনাল্টি নিয়ে অবশ্য ক্ষোভ রয়েছে মুম্বইয়ের দলটির। তাদের দাবি, “পেনাল্টি অন্যায় ভাবে দেওয়া হয়েছে।” ব্যারেটোদের ক্লাব কর্তারা আবার পালটা দাবি করে বলেছেন, “একেবারেই ন্যায্য পেনাল্টি ছিল।” তবে এ নিয়ে কোনও দ্বিমত নেই যে, দ্বিতীয় ডিভিশনে একাই দায়িত্ব নিয়ে ভবানীপুরকে টেনে নিয়ে যাচ্ছেন ব্যারেটো। কিন্তু দলের সাফল্যের পুরো কৃতিত্বটাই তিনি দিচ্ছেন সতীর্থদের। এ দিনও ম্যাচের পর বেঙ্গালুরু থেকে ফোনে ব্যারেটো বললেন, “গোল করলে আগের মতোই ভাল লাগে। তবে দলের জয়ের পুরো কৃতিত্ব কারওর একার হতে পারে না। এটা পুরো দলের কৃতিত্ব এটা।” দিনের অন্য ম্যাচে মহমেডান হারাল রাংদাজিত এফসি-কে। জেরির একমাত্র গোলে জয় পায় সঞ্জয় সেনের দল।
|
চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জাঁ বনাম বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল যুদ্ধের আর এক দিন বাকি। কিন্তু লিওনেল মেসির চোট নিয়ে এখনও উদ্বেগে বার্সা-শিবির। শনিবার লা লিগায় রিয়াল মায়োরকার বিরুদ্ধে দলে থাকতে না পারলেও, বেকহ্যামদের বিরুদ্ধে খেলতে মরিয়া মেসি বলছেন, “আমি খুব খাটছি পুরোপুরি ফিট হওয়ার জন্য। তবে এখন বেশ ভাল আছি”। কিন্তু বার্সেলোনার চিকিৎসকেরা সাফ জানিয়ে দিয়েছেন যে, আগে মেসির হ্যামস্ট্রিংয়ে আরেকটি আল্ট্রা সাউন্ড স্ক্যান করানো হবে। তার পরেই প্যারিস সাঁ জাঁ ম্যাচে মেসির খেলতে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। ফরাসি ক্লাবের বিরুদ্ধে মেসির খেলা নিয়ে বার্সার সহকারী কোচ ইয়র্দি রৌরা আগেই বলেছিলেন, “মেসি খেলতে পারবে কি না, সেটা এখনই বলা খুব কঠিন। বুধবার অবধি আমাদের অপেক্ষা করতেই হবে।” গত দু’দিনে ট্রেনিং না করতে পারলেও ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছেন বার্সেলোনা সুপারস্টার। বার্সেলোনা সমর্থকরা মেসির জন্য প্রার্থনায় ব্যস্ত। তাঁদের একটাই চাওয়া, যে ভাবে হোক মেসি যেন প্যারিসের ক্লাবের বিরুদ্ধে নামতে পারেন। এ দিকে, ক্লাব কর্তারা ঝুঁকি নিতে নারাজ। মেসির ব্যাপারে কোনও তাড়াহুড়ো নয়, সাফ বলে দেওয়া হয়েছে।
|
নিজের রাজ্যে এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ লড়বেন বিশ্বনাথন আনন্দ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৬-২৬ নভেম্বর তামিলনাড়ুতে মুখোমুখি হবেন চ্যালেঞ্জার নরওয়ের ম্যাগনাস কার্লসেনের। গত বছর তামিলনাড়ুতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে রাশিয়া থাবা বসিয়েছিল বেশি অর্থ ‘বিড’ করে। বয়সের দিক থেকে গত বছর আনন্দের চ্যালেঞ্জার ইজরায়েলের বরিস গেলফাঁর অর্ধেক কার্লসেন এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে। বিশ্ব র্যাঙ্কিংয়ে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানাধিকারীর বিশ্বরেকডর্ও (১৯ বছর ৩২ দিন) তাঁর দখলে।
|
বালি মিলন চক্র ক্লাবের উদ্যোগে ‘ফুটবল উৎসব ২০১৩’-এ চ্যাম্পিয়ন হল বালি ইস্টবেঙ্গল ফ্যান’স ক্লাব। উপস্থিত ছিলেন মেহতাব, বরিসিচ, র্যান্টি। |