লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে আরামবাগ মহকুমার পুড়শুড়ার থানা মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নির্মলকুমার বেরা (৪৫)। তাঁর বাড়ি স্থানীয় হরিহর গ্রামে। রাতে নির্মলবাবু বাড়ি ফিরছিলেন। সে সময়ে লরি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ জখম নির্মলবাবুকে আরামবাগ হাসপাতালে আনেন। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। লরির খোঁজ করছে পুলিশ।
|
খানাকুলের রাধানগর আনন্দময়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আট দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গোঘাটের বেঙ্গাই নেতাজি সুভাষ সঙ্ঘ। শনিবার ফাইনালে তারা ১-০ গোলে হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটি যুবক সঙ্ঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন তপন বাস্কে। ম্যাচ এবং সিরিজের সেরা খেলোয়াড় হন সিংটি যুবক সঙ্ঘের বুবাই মাণ্ডি। আনন্দময়ী স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণেই খেলাটি হয়।
|
কালীপুজো দেখতে গিয়ে অসাবধানে জেনারেটরের উপরে পড়ে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে আরামবাগ মহকুমার খানাকুলের রঘুনাথপুরে ওই দুর্ঘটনায় মৃতের নাম মিতালি গোস্বামী (১৪) বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি রঘুনাথপুরেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিড়ের ঠেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সে জেনারেটরের উপরে পড়ে যায়। দুর্ঘটনার জেরে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। |