টুকরো খবর
কর্মী সরাচ্ছে উত্তর কোরিয়া
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় চলা শিল্পাঞ্চল থেকে সব কর্মী সরিয়ে নেবে উত্তর কোরিয়া সরকার। শিল্পাঞ্চলের কাজও আপাতত বন্ধ রাখা হবে। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার কেন্দ্রে ফের তৎপরতা দেখা গিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও পশ্চিমী রাষ্ট্রগুলির গোয়েন্দারা। তবে উত্তর কোরিয়া চতুর্থ পরমাণু বিস্ফোরণের প্রস্তুতি শুরু করছে বলে মনে করেন না দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞেরা। কোরীয় উপদ্বীপের পরিস্থিতির উপরে ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশসচিব রঞ্জন মাথাই জানিয়েছেন, কয়েক দিন আগেই উত্তর কোরিয়া ঘুরে এসেছেন যুগ্মসচিব গৌতম বাম্বাওয়ালে।

সবিতা-তদন্ত শুরু
আয়ার্ল্যান্ডে সবিতা হালাপ্পানাভারের মৃত্যু নিয়ে মামলায় সাক্ষ্য দেওয়ার সময়ে কান্নায় ভেঙে পড়লেন সবিতার স্বামী প্রবীণ। জুরিদের সামনে তিনি জানান হাসপাতালে কী ভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন অন্তঃসত্ত্বা সবিতা। বার বার চিকিৎসকদের গর্ভপাত করানোর অনুরোধ জানালেও চিকিৎসকেরা সবিতার আর্তি মেনে নেননি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এ দিন মামলার শুনানি শুনতে আদালতে ভিড় উপচে পড়েছিল।

প্রেসিডেন্টের দৌড়ে হিলারি
২০১৬-এর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হতে পারেন আমেরিকার প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। এ বিষয়ে ইঙ্গিত দিলেন স্বয়ং তাঁর স্বামী বিল ক্লিন্টন। শনিবার রাতে সেন্ট লুইসে একটি অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, “আমি নিশ্চিত যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কিছু প্রতিভাবান ব্যক্তি অংশ নেন, যাঁরা আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়।” রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, “হিলারি এক জন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী।”

ছেলের নাম
ব্রিটেনের রাজকুমার উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের পুত্রসন্তান হলে তার নাম রাখা হতে পারে ফিলিপ। রাজ পরিবার সূত্রে খবর, উইলিয়ামের দাদু প্রিন্স ফিলিপের সম্মানেই এই নাম রাখা হতে পারে। ফিলিপ শব্দটি অবশ্য নামের যে কোনও অংশেই বসতে পারে।

কাবুলের ভাল চেয়েছিলেন অ্যান
যুদ্ধবিধ্বস্ত কাবুলেও ঘর ছেড়ে বেরিয়ে পড়তেন। চলে যেতেন যত্রতত্র। সহজেই মিশে যেতেন সাধারণ মানুষের সঙ্গে। উদ্দেশ্য ছিল একটাই, মানুষগুলোর টালমাটাল জীবনে যদি কিছুটা স্বস্তি আনা যায়। ইনি অ্যান স্মেডিংহফ, বছর পঁচিশের এক ঝকঝকে তরুণী। পরিচয় মার্কিন কূটনীতিক। গত শনিবার যিনি আফগানিস্তানে জঙ্গি হানায় নিহত হয়েছেন। গত জুলাইয়ে কাবুলে আসেন। শনিবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কালাত যাচ্ছিলেন অ্যান। সঙ্গে জাবুল প্রদেশের গভর্নরও ছিলেন। কালাতে একটা স্কুল উদ্বোধন করার কথা ছিল। তা ছাড়া পড়ুয়াদের বইপত্র উপহার দেওয়ার পরিকল্পনাও ছিল। ঘড়িতে তখন বেলা ১১টা। বিস্ফোরণে উড়ে যায় অ্যানদের গাড়িটা। নিহত হন অ্যান-সহ আরও চার মার্কিন। অ্যানের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী জন কেরি। অ্যানের বাবা-মা টম এবং মেরি স্মেডিংহফ বলেন, “আফগানদের মধ্যে মিশে গিয়ে কাজ করতে ও খুব ভালবাসত। সুযোগ খুঁজত, যুদ্ধবিধ্বস্ত দেশটার নাগরিকদের কী করে একটু ভাল রাখা যায়।” ২০১৪-র মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছে আমেরিকা। মহিলাদের রাস্তায় বেরোনো, বাচ্চাদের বিশেষত মেয়েদের স্কুলে পাঠানো এ সব বিষয়ে কাজ করছিলেন অ্যান। তাঁর মৃত্যুতে সেই স্বপ্ন এখন অনিশ্চিত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.