প্রয়াত ‘আয়রন লেডি’ মার্গারেট থ্যাচার |
দীর্ঘ দিন বার্ধক্যজনিত রোগ ভোগের পর আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। ১৯২৫ সালের ১৩ অক্টোবর লিঙ্কনশায়ারের গ্রান্থামে মার্গারেটের জন্ম হয়। ছোটবেলা কেটেছে এই শহরেই। ১৯৫৯ সালে তিনি প্রথম পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তার পর একে একে শিক্ষা সচিব থেকে বিরোধী দলনেত্রীর পদ সামলে ৪ মে, ১৯৭৯ সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। সোভিয়েতের এক সাংবাদিক তাঁকে ‘আয়রন লেডি’ নামে ডাকতেন। তাঁকে নিয়ে সিনেমাও হয়েছে হলিউডে। ‘দ্য আয়রন লেডি’ নামের সেই চলচ্চিত্রে মার্গারেটের ভূমিকায় অভিনয় করে ২০১২ সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
|
ফিকি-র সভায় নারীশক্তির ‘জয়গান’ মোদীর |
আজ দিল্লিতে ফিকি-র মহিলা সম্মেলনে বক্তৃতা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সার্বিক উন্নতিতে মহিলাদের কতটা ভূমিকা হওয়া উচিত তা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ভারতে মায়ের স্থান সবার উপরে, এ বিষয়ে কোনও দ্বিমত নেই। তাই আধুনিক ভারত গড়তে হলে মহিলাদের যথাযথ সম্মান দিতে হবে। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়েও পুত্র ও কন্যা সন্তানকে আলাদা ভাবে দেখা হয়। এমনকী মায়ের গর্ভেই কন্যা ভ্রুণ হত্যা নির্বিকারে বেড়ে চলেছে, যা খুবই নিন্দনীয়। এ ক্ষেত্রে দরকার সমাজের চিন্তাধারার আমূল বদল ঘটানোর। এই অবস্থা অষ্টাদশ শতকে ছিল না। আধুনিক ভারত গড়তে গেলে মহিলাদের হাতে আরও ক্ষমতা দিতে হবে। তবেই তাঁরা স্বনির্ভর হবে। বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে তিনি গুজরাতের কথা তুলে ধরেন। তিনি জানান, গুজরাতে মহিলা পরিচালিত ৩০০টি গ্রাম পঞ্চায়েত আছে। এই গ্রামগুলিকে বিশেষ সুবিধা দেয় সরকার। শিশুদের স্কুলে ভর্তি করাতে হলে অভিভাবক হিসাবে মায়ের নাম লেখানোর নিয়ম চালু করা হয়েছে। মহিলাদের নামে কোনও সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি মকুবেরও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
|
অস্ত্র কেনার মধ্যস্থতাকারী রাজীব গাঁধী: উইকিলিক্স |
ফের উইকিলিক্স-এর বিস্ফোরক তথ্য! বোফর্সের পর এ বার বিমান কেনা বেচায় মধ্যস্থতাকারী হিসাবে জড়িত থাকার অভিযোগ উঠল রাজীব গাঁধীর বিরুদ্ধে। তথ্য বলছে, সত্তরের দশকে ভারতের যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সুইডিশ সংস্থার হয়ে মধ্যস্থতা করেন তিনি। এবং তা পারিবারিক স্বার্থেই। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বেশ কয়েক মাস আগের ঘটনা এটি। তখন তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটের কাজে নিযুক্ত ছিলেন। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পর রাজনৈতিক শিবির বেশ সরগরম হয়ে উঠেছে। যদিও কংগ্রেস এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেছে। অন্য দিকে, রাজীব গাঁধীর এই ঘটনার জন্য কংগ্রেসকে এক হাত নিয়েছে বিজেপি। এই তথ্য ফাঁস হওয়ার পর কংগ্রেস বেশ খানিকটা বেকায়দায় পড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
|
দিল্লিতে বিমানের জরুরি অবতরণ |
আজ সকালে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি বেসরকারি বিমান। জানা গিয়েছে, ওই বিমানে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজনাথ সিংহ, অরুণ জেটলি ও সুষমা স্বরাজ। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষসূত্রে খবর, বিমানটি ওড়ার পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিপদের আশঙ্কায় বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। তবে এ ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব সুরক্ষিতই আছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা পৌঁছে কারণ খতিয়ে দেখছেন।
|
চাঁচলে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি |
মালদহের চাঁচলে ভোররাতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় সশস্ত্র ডাকাতদল। জানা গিয়েছে, ডাকাতরা সংখ্যায় ২০-২২ জন ছিল। ব্যবসায়ীর পরিবারের লোকেরা জানিয়েছেন, দরজা ভেঙে ডাকাতরা বাড়িতে ঢোকে। অস্ত্র দেখিয়ে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে। বাড়ির মহিলাদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই পরিবারের। বেশ কিছু ক্ষণ ধরে তাণ্ডব চালায় ডাকাতরা। যাওয়ার সময় কয়েকটি বোমাও ফাটায় তারা। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
|
বাজারে ভয়াবহ আগুন কেষ্টপুরে, ভস্মীভূত শতাধিক দোকান |
আজ ভোর ৩টে নাগাদ ভয়াবহ আগুন লাগে কেষ্টপুরের মীরাবাজারে। ভস্মীভূত হয়ে গিয়েছে ১০০টিরও বেশি দোকান। আগুন লাগার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলসূত্রে খবর, বাজারের কোনও একটি দোকানে প্রচুর বেআইনি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। সেগুলো থেকেই আগুন লাগার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না তারা। তবে শট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মনে করছেন দমকল আধিকারিকরা। এ দিকে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
|