অভিজ্ঞান-ঐশ্বর্যা, সাই শ্রীরামের পর ফের এক অনাবাসী ভারতীয় শিশুর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সন্তানের যত্ন-আত্তিতে ঘাটতি থাকছে এই অভিযোগে পঞ্জাবের অনাবাসী ভারতীয় দম্পতি রজত ও শ্রতির কোল থেকে তাঁদের সন্তানকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল অক্সফোর্ড প্রশাসনের বিরুদ্ধে। ওই দম্পতির দাবি, গত এক মাস যাবৎ তাঁদের এক মাত্র সন্তান অচিন্ত্যকে অন্যায় ভাবে নিজেদের হেফাজতে রেখেছে অক্সফোর্ডের একটি হোম। এর আগে নরওয়ে প্রশাসনের বিরুদ্ধেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে। সে সব ক্ষেত্রে সাহায্যপ্রার্থী ভারতীয় দম্পতিরা ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হয়েছিলেন। অচিন্ত্যকে হারিয়ে এমনই পদক্ষেপ করার কথা ভাবছেন রজত ও শ্রুতি। তাঁদের দাবি, “অচিন্ত্য ভাল নেই। আমাদের কাছে আসতে চেয়ে সবসময় কাঁদছে ও। ওকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। ভয়ও দেখানো হচ্ছে। ওর কাছে আমাদের একটা ছবি পর্যন্ত নেই।”
|
ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অন্য কোনও উস্কানিমূলক পদক্ষেপ করতে পারে উত্তর কোরিয়া। রবিবার জানান দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অধিকর্তা। সম্প্রতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তাপ বেড়েছে। বিভিন্ন দেশের দূতাবাস কর্মীদের সরাতে অনুরোধ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মতে, যুদ্ধে নামবে না উত্তর কোরিয়া। চাপ দিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার থেকে সুবিধা নিতে চায় তারা।
|
জঙ্গি হামলায় খুন হলেন ৬ মার্কিন। নিহত ৬ জনের মধ্যে রয়েছেন ২৫ বছরের এক জন মহিলা কূটনীতিক ও এক আফগান চিকিৎসক। আফগানিস্তানের সামরিক কর্মীরা জানিয়েছেন, রাস্তায় কনভয় করে জাবুল প্রদেশের গর্ভনর যাচ্ছিলেন। সেই সময়ে সেখানে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই নিহত হন ৬ জন।
|
অবশেষে পাকিস্তানের সাধারণ ভোটে লড়ার অনুমতি পেলেন পারভেজ মুশারফ। ভোটে লড়তে স্বেচ্ছা-নির্বাসন থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। কিন্তু পঞ্জাব ও ইসলামাবাদের দু’টি আসনে তাঁর মনোনয়ন বাতিল হয়। সুপ্রিম কোর্টে দেশদ্রোহের অভিযোগে মুশারফের বিচারের আর্জি জানান আইনজীবী তৌফিক আসিফ। সোমবার সেই আর্জির শুনানি। |