টুকরো খবর |
ঠাঁই নেই, স্কুলে পরীক্ষা কলেজ পড়ুয়াদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জায়গার অভাবে ‘ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং’-এর স্নাতকস্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের অন্যত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হল শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষকে। শনিবার ওই পরীক্ষার্থীরা শিলিগুড়ি গার্লস হাইস্কুলে পরীক্ষা দেন। বাস্তবে, একই ক্যাম্পাসে অবস্থিত শিলিগুড়ি কমার্স কলেজের পড়াশোনা শিলিগুড়ি কলেজের শ্রেণি কক্ষগুলিতেই হয়। শিলিগুড়ি কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে কমার্স কলেজ শুরু হওয়ায় সমস্যা হত না। কর্তৃপক্ষই জানান, শিলিগুড়ি কলেজে ২১টি শ্রেণি কক্ষ রয়েছে। এ দিন পার্ট-১ অনার্সের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। শিলিগুড়ি কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৫৬। তাঁদের জন্য সব কটি ঘরই দরকার হয়। ফলে কমার্স কলেজের পড়ুয়াদের সেখানে বসতে দেওয়া যায়নি। কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “সে কারণেই এ দিন শিলিগুড়ি কমার্স কলেজের পরীক্ষার্থীদের আমরা ক্লাস-রুম দিতে পারিনি। একই সমস্যার কারণে ১১ এপ্রিলও তাঁদের এখানে জায়গা দেওয়া সম্ভব হবে না। অন্যান্য দিনের পরীক্ষায় আমাদের পরীক্ষার্থী কম রয়েছে। সে সব ক্ষেত্রে কমার্স কলেজ কর্তৃপক্ষকে আমরা তাঁদের প্রয়োজন মতো জায়গা দিয়েছি।” এ দিন শিলিগুড়ি কমার্স কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৭ জন। তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল শিলিগুড়ি গালর্স স্কুলে। শিলিগুড়ি কমার্স কলেজের তরফে তাঁদের সমস্যার কথা জানিয়ে শিলিগুড়ি গার্লস স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে সেই মতো ১০টি শ্রেণিকক্ষ তাঁদের পরীক্ষার জন্য ব্যবহার করতে দেওয়া হয়। শিলিগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেন, “কলেজ কর্তৃপক্ষের কাছে জায়গার জন্য বলা হয়েছিল। তবে শিলিগুড়ি কলেজের পরীক্ষার্থী বেশি থাকায় তাঁরা দু’দিন জায়গা দিতে পারবেন না বলে জানিয়েছেন। সেই মতো শিলিগুড়ি গার্লস স্কুলে ব্যবস্থা করা হয়েছে।”
|
ছিনতাইয়ে বাধা, খুন
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুস্কৃতীদের হাতে খুন হলেন ভুটানের এক তরুণী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ লাগোয়া এলাকায়। দুষ্কৃতীদের ভোজালির আঘাতে জখম হয় তরুণীর এক সঙ্গীও। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, নিহতের নাম ছিরিং জাংপো (২৫)। তরুণীর আহত সঙ্গীর নাম সাংগে দর্জি। জখম যুবক ভুটানের ফুন্টশিলিং হাসপাতালে চিকিত্সাধীন। তবে এদেশের জয়গাঁ থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। দুই জনের বাড়িই জয়গাঁর চাইনিজ লাইন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত এবং জখম যুবক শ্রমিকের কাজ করেন। কাজ সেরে রাত সাড়ে ১২টা নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় তিন যুবক তাঁদের পথ আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। প্রথমে দুষ্কৃতীরা ওই যুবককে ভোজালি দিয়ে কোপ মারে। তরুণী সাহায্যের জন্য এগিয়ে গেলে দুষ্কৃতীরা তাঁর পেটে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা দু’জনকেই ভুটানের হাসপাতালে ভর্তি করায়। সেখানে তরুণীর মৃত্যু হয়।
|
দুর্ঘটনায় কাটা পড়ল হাত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুই গাড়ির সংঘর্ষে এক যাত্রীর হাত কাটা পড়ল। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোঁসাইপুরে ঘটনাটি ঘটেছে। শিলিগুড়ি-রায়গঞ্জ রুটের বাসের জানালা দিয়ে হাত বের করে বসেছিলেন শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা শিবনাথ পাল। সামনে থেকে আসা বাগডোগরামুখী একটি ছোট পিকআপ ভ্যানের সঙ্গে আচমকা বাসটির সংঘর্ষে তাঁর হাতটি কাটা পড়ে। পিকআপ ভ্যানটির লোহার পরিকাঠামোটি শিবনাথবাবুর কাঁধ ছঁুয়ে হাতটি কেটে বেরিয়ে যায়। বাসেই সংজ্ঞা হারান তিনি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত শিবনাথবাবুকে বাসের অনান্য সহযাত্রীরাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শিবনাথবাবু। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ বাসচালককে গ্রেফতার করেছে।
|
ট্রেকারের ধাক্কায় জখম কিশোর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাস্তা পার হতে গিয়ে ট্রেকারের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোর। শনিবার বিকেল ৩টা নাগাদ শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার আশিঘর মোড়ের কাছে ইস্টার্ন বাইপাসে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, গুরুতর আহত ১২ বছরের ওই কিশোর বিশাল সাহাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং পরে উত্তররবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নার্সিংহোমে নিয়ে যায় পরিবারের লোকেরা। তার বাড়ি ইস্টার্ন বাইপাসের বুড়াবুড়ি মন্দির এলাকায়। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে এলাকাবাসী প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ট্রেকারটি নিউ জলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি পিছন থেকে বিশালকে ধাক্কা মারে। পুলিশ চালক সহ গাড়িটিকে আটক করেছে।
|
বিজেপির বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে তা জনসমক্ষে তুলে ধরার দাবি জানাল বিজেপি নেতৃত্ব। শনিবার শিলিগুড়িতে প্রতীকী অনশন এবং অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালনে সামিল হন তারা। সেখানেই এই দাবি তুলেছেন বিজেপির দার্জিলিং জেলা কমিটি। জোড়াপানি নদী সংস্কার কাজ, ত্রিফলা আলো লাগানো, মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ নিয়ে বহু কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সরব হন বিজেপির দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক নন্দন দাস। নন্দনবাবু বলেন, “শিলিগুড়ি পুরসভা যেভাবে চলছে তা সমর্থনযোগ্য নয়। এসেজেডিএ’র দুর্নীতির অভিযোগ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করতে হবে।”
|
ধর্নার হুমকি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিষেবা উন্নয়ন, সামাজিক সুরক্ষা-সহ আট দফা দাবিতে মেয়র ও কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দল নেতা নুরুল ইসলাম। এক সপ্তাহের সময়সীমা দিয়ে গত সোমবার এ কথা জানান তিনি। ওই সময়সীমার মধ্যে সঠিক জবাব না পেলে কমিশনারের ঘরেই ধর্না দেবেন বলে জানালেন নুরুলবাবু। বাজেট নিয়ে টানাপোড়েন চলতে থাকায় ১ এপ্রিলের পর থেকে কোন চেক ও ফাইলে সই করতে চাইছেন না পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান। তিনি ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার চেক সই করলেও বিধবা ভাতার চেক পড়ে রয়েছে। সেই চেকে সই করার দাবি জানান নুরুলবাবু।
|
ছাগল চুরি, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রাস্তার ধারে বাঁধা একটি ছাগলকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে বালুরঘাট থানার খোরনার ওই ঘটনায় ধৃতেরা হলেন কাওসার মণ্ডল এবং আনোয়ার হোসেন। কুমারগঞ্জ থানার সাফানগর ও বরইট এলাকার বাসিন্দা ধৃতেরা ওই গাড়ির চালক ও কর্মী। বালুরঘাটের আইসি মনোজ চক্রবর্তী বলেন, “হিলি থেকে বালুরঘাটগামী গাড়িতে পথে তিওড় এলাকায় রাস্তার ধারে বেঁধে রাখা ছাগলটিকে তুলে নিয়ে তারা চম্পট দিয়েছিল। দু’জনকে ধরা হয়েছে।
|
পুড়ল গম খেত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আগুন লেগে পুড়ল প্রায় ৫০ বিঘা গমের খেত। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বিকইর এলাকার ঘটনা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিও সঞ্জয় হাওলাদার জানান, আগুনে বহু চাষির জমির গম পুড়ে গিয়েছে।
|
মন্ত্রীদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ঠাণের বহুতল দুর্ঘটনায় মালদহের মৃত শ্রমিকদের বাড়ি গিয়ে শনিবার সৎকারের টাকা দিলেন মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু চৌধুরী। তাঁরা জানান, রবিবার দেহগুলি আসছে।
|
ধৃত দেওর-বউদি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে ধরা পড়লেন এক যুবক এবং তাঁর বউদি। শুক্রবার রাতে বালুরঘাট শহরের খাদিমপুর এলাকার ঘটনা।
|
কঙ্কাল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা •বালুরঘাট |
গরমে শুকিয়ে যাওয়া পুকুরে মিলল শাড়ির অংশ জড়ানো একটি নরকঙ্কাল। শনিবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার আপতইল এলাকায় কঙ্কালটি উদ্ধার হয়।
|
অস্বাভাবিক মৃত্যু |
শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জের রমেশপুর এলাকায় সাবিত্রী মাল (২৫) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাড়ি ওই এলাকাতেই। |
|