বাজার করে ফেরার পথে বাড়ির সামনেই বোমার আঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার রাতে জগদ্দল থানার কাঁকিনাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সুখদেব সাউ (৮৫)। তাঁর বাড়ি কাঁকিনাড়ার আর্যসমাজ এলাকায়। তিনি স্থানীয় একটি চটকলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। এ দিন বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বোমার ঘায়ে জখম হন পথচারী রামস্বরূপ সাউ ও শ্রীহন্তীদেবী। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কী কারণে ওই বৃদ্ধের উপর দুষ্কৃতীরা হামলা চালাল তা তদন্ত করে দেখছে পুলিশ। রাতে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “কারা বৃদ্ধকে খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।
|
বরুণ বিশ্বাস খুনে চার্জগঠন পিছোল
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দুই অভিযুক্তের আইনজীবী না থাকায় বরুণ বিশ্বাস খুনের ঘটনায় চার্জগঠন পিছিয়ে গেল বনগাঁ আদালতে। আগামী ১৯ এপ্রিল তা হওয়ার কথা। ধৃত ছ’জনকে শনিবার ওই আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তাপস দাসের এজলাসে হাজির করানো হয়।
|
স্ত্রীর মাথা ও পেট কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হজরত মোল্লা। বাড়ি হাসনাবাদের চিমটা ভবানিপুর গ্রামে। |