আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে চলতি খাতে ঘাটতি নিয়ে ফের উদ্বেগ জানাল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও আজ বেঙ্গালুরুতে বলেন, “জাতীয় আয়ের ৫ শতাংশের মতো বাণিজ্য ঘাটতি সহ্যের সীমার বাইরে।” পাশাপাশি, ডলার আয়-ব্যয়ের এই ফারাক নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পাল্টা দাবি, “ঘাটতি শীঘ্রই নামবে সহ্যের মধ্যে। ২০১২-’১৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফল প্রকাশিত হলে তা অনেকটাই কমবে।”
|
এগারোটি মিষ্টির দোকানকে নিয়ে শহরে ফের শুরু হল ‘ক্যাডবেরি মিষ্টি সেরা সৃষ্টি’ মেলা। শনিবার সল্টলেক সিটি সেন্টারে সূচনা হল এই উৎসবের। দু’দিনের এই মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনিবার বিকেলে বিশেষ অতিথি হিসেবে মিষ্টির মেলায় উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
|
বাড়ির সমস্ত কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট ফোনের তথ্য একত্রে ধরে রাখতে নতুন ‘সেন্ট্রাল শেয়ার্ড স্টোরেজ’ ব্যবস্থা আনল সিগেট। সংস্থার দাবি, এর মাধ্যমে সমস্ত তথ্যেরই একটি ব্যাক-আপ রাখা সম্ভব হবে। এতে সেই তথ্য হারিয়ে যাওয়ার ভয়ও কমবে। পাশাপাশি, এই ব্যবস্থায় নিজে থেকেই তথ্যগুলি সাজানো হয়ে যাবে। যে কারণে তা খুঁজে পাওয়াও সহজ হবে। নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ থাকা স্মার্ট টিভি-র পর্দাতেও তা দেখা যাবে বলে দাবি সংস্থার।
|
বিদেশি লগ্নির সংশোধিত নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। এ ক্ষেত্রে প্রতিশ্রুতি মতো বহু ব্র্যান্ডের রিটেলে ৫১% বিদেশি লগ্নির সংস্থান করা হয়েছে। পাকিস্তানি নাগরিক ও সংস্থাকে ভারতে লগ্নির অনুমতিও দেওয়া হয়েছে।
|