সবিতার মৃত্যুতে সাক্ষী ১৬ জন |
ভারতীয় দন্ত চিকিৎসক সবিতার মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে ১৬ জনকে ডাকল আয়ার্ল্যান্ড পুলিশ। গর্ভস্থ ভ্রূণের মৃত্যুর পরেও সবিতার গর্ভপাত করাতে রাজি হননি আইরিশ চিকিৎসকেরা। কারণ এই ক্যাথলিক রাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধ। রক্তে বিষক্রিয়া ছড়িয়ে পড়ায় শেষমেশ মারা যান সবিতা। ওই ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন ৬০ জন। তাঁদের ১৬ জনকে ডাকা হয়েছে সরকারি ভাবে সাক্ষ্য দিতে। সবিতার মৃত্যুতে এ দেশে গর্ভপাত সংক্রান্ত আইন বদলের জোরদার দাবি উঠেছিল। সম্প্রতি আয়ার্ল্যান্ডের চিকিৎসক সংস্থা আইন বদলের প্রস্তাবটি খারিজ
করে দিয়েছে।
|
প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মনোনয়ন এ বার চ্যালেঞ্জের মুখে। কাসুরের একটি নির্বাচন কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দিয়েছেন। ওই নির্বাচন কেন্দ্রে মুশারফের প্রতিদ্বন্দ্বী জামাত-ই-ইসলাম নেতা নিয়ামাতুল্লা খান। শনিবার মুশারফের মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছেন খান। তাঁর দাবি, মুশারফ সংবিধান ভঙ্গ করেছেন। |