টুকরো খবর
রোগিনীর মৃত্যু ঘিরে তাণ্ডব
এক রোগিনীর মৃত্যুকে কেন্দ্র করে আজ সকালে আগরতলার জিবি হাসপাতাল চত্বরে বড় রকমের অশান্তি ঘটে। জিবি হাসপাতালে মেডিক্যাল ছাত্র এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। জখম হয়েছেন ৯ জন সাংবাদিকও। বেসরকারি সূত্রের দাবি, আহতদের সংখ্যা ২০। জিবি হাসপাতালের ডেপুটি সুপার কিংশুক দত্ত অবশ্য জানান, সংঘর্ষে ছ’জন আহত হয়েছেন। তার মধ্যে তিন জন ডাক্তারি ছাত্র। হাসপাতালের সুপার বিমলেন্দুশেখর চৌধুরী জানিয়েছেন, হাজার দুয়েক বহিরাগত লোক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ-সহ নানা স্থানে হামলা চালায়। ছাত্রদের হস্টেলেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশে বিশাল পুলিশ বাহিনি ছাড়াও টিএসআর জওয়ানও আজ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালে পাম্প
গরম কাল এলেই প্রত্যেক বছর জলের সমস্যায় পড়ত কালনা মহকুমা হাসপাতাল। কম্পাউন্ডের মধ্যে থাকা দু’টি টিউবওয়েল খারাপ হলে দুর্ভোগের শেষ থাকত না রোগীর আত্মীয়দের। এমনকী শৌচাগারেও জল পাওয়া যাচ্ছিল না। তবে এ বার সেই সমস্যা মিটতে চলেছে বলে হাসপাতাল সূত্রে খবর। কর্তৃপক্ষের হাসপাতালের ভিতরেই দু’টি নতুন পাম্প বসানোর কাজ হচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর কাজ শুরু করে দিয়েছে। হাসপাতাল সুপার অভিরূপ মণ্ডল জানান, স্বাস্থ্য দফতরের ৫৬ লক্ষ টাকা বরাদ্দে নতুন পাম্প বসানো ছাড়াও পুরনো পাম্পের মেরামতি করা হবে।

শারীরিক অবস্থায় অবনতি শিশুদের
কীটনাশক মেশানো চা খেয়ে অসুস্থ চার শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করল কোচবিহার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, অসুস্থদের নাম সুমন রায়, বর্ণালী রায়, প্রিয়ঙ্কা রায় ও রুমা রায়। সকলের বাড়ি চন্দনচূড়া গ্রামে। সকলের বয়স তিন থেকে দশ বছরের মধ্যে। ওই ঘটনায় অসুস্থ তাদের ৫ আত্মীয় জেলা হাসপাতালে ভর্তি। ভুল করে চা পাতার মত দেখতে কীটনাশক দিয়ে গত বৃহস্পতিবার রাতে চা তৈরি করেন চন্দনচূড়ার জলধর বর্মনের বাড়ির লোকজন। আত্মীয়দের পাশাপাশি শিশুরাও চা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

পাণ্ডবেশ্বরে স্বাস্থ্যমেলা
বাজারি গ্রামে তরঙ্গনের উদ্যোগে স্বাস্থ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। ছিল মহিলা ফুটবল দলের সম্প্রীতি ফুটবল ম্যাচও।

বিশেষ ইউনিট চালু
করিমপুর গ্রামীণ হাসপাতালে চালু হল এসএনএসইউ। সুপার বলেন, ‘‘চারটি শয্যা ও সবরকম ব্যবস্থা থাকছে।’’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.