সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে এসএফআইয়ের ছাত্র ধর্মঘটেও বিভিন্ন বিভাগের ক্লাস হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার ওই ধর্মঘটের দিন বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম ছিল। বাংলা, নেপালি, হিন্দি, দর্শন, প্রাণীবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যার ক্লাস হয়েছে। ইতিহাস এবং বাণিজ্য বিভাগে প্রথম দিকের ক্লাসগুলি হয়েছে। এসএফআইয়ের অভিযোগ, ছাত্র পরিষদের সদস্যরা এ দিন ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তাদের মারধর করেছে। ছাত্র পরিষদ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এ দিন দিনভর উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে সামিল হয় এসএএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠগনগুলি। ওদলাবাড়িতে পথ অবরোধ করেন এসএফআই সমর্থকরা। সাড়ে ১২টায় মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজের সামনে এসএফআই সমর্থকরা ১৫ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ওদলাবাড়ি ক্রান্তি সড়কে রাজাডাঙায় অবরোধের সময় বাইক আরোহী সঞ্জীব সিংহ নামে এক তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগে ওঠে। ক্রান্তি ফাঁড়িতে তৃণমূলের তরফে অবরোধকারীদের নামে অভিযোগ করা হয়। মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” ছাত্র ধমর্ঘটের জেরে জেনকিন্স স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা বাতিল হয়েছে। বৃহস্পতিবার স্কুলে ষষ্ঠ, সপ্তম ও অস্টম শ্রেণির ছাত্রদের ইউনিট টেস্ট পরীক্ষা ছিল। এসএফআই ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ। জেলা শহর ও দিনহাটা, মেখলিগঞ্জে বহু স্কুল কলেজ বন্ধ ছিল। তুফানগঞ্জ ও মাথাভাঙায় তেমন প্রভাব পড়েনি। কোচবিহার শহরের কাছারী মোড়, খাগরাবাড়ি চৌপথী, ও চাকির মোড় এলাকায় পথ অবরোধ হয়। এদিন বিকালে কোচবিহার শহরে বামফ্রন্টের তরফে প্রতিবাদ মিছিল হয়। এদিকে, ছাত্র ধর্মঘটের সমর্থনে অনুমতি ছাড়া মাইকে প্রচার চালানোর অভিযোগে বুধবার রাতে দিনহাটার গোসানিমারি থেকে এক এসএফআই নেতা মৃদুল কৃষ্ণ সরকারকে পুলিশ গ্রেফতার করে। এদিন ইসলামপুর শহরে সমস্ত স্কুল বন্ধ ছিল। ইসলামপুর কলেজে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভ, পথসভা হয়। বালুরঘাটে সব স্কুল কলেজ বন্ধ ছিল। |