|
|
|
|
জলবসন্তে জেরবার |
পিঠে, কানের পিছনে বা শরীরের অন্য কোনও জায়গায় জলগোটার মতো একটা-দুটো ফোস্কা বা র্যাশ বেরিয়েছে? সঙ্গে জ্বর, গা ম্যাজম্যাজ? এ সব লক্ষণ কিন্তু জলবসন্ত হতে পারে। সন্দেহ হলেই চিকিৎসকের কাছে যান। পরামর্শ দিচ্ছেন অলকেশ কোলে (চিকিৎসক, আই ডি অ্যান্ড বি জি হসপিটাল)। কথা বলেছেন রুমি গঙ্গোপাধ্যায়। |
|
যা করবেন |
|
যা করবেন না |
• জ্বর-গা-হাত-পা ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন।
• গুটি বেরোনোর ৩ দিনের মধ্যেই বহু চিকিৎসকই অ্যাসিক্লোভির নামে একটি ওষুধ খাবার পরামর্শ দেন। ওই ওষুধে র্যাশ কম হয়, রোগী তাড়াতাড়ি সেরে ওঠেন।
• ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে জল বেশি করে খেতে হবে।
• স্নান করতে পারেন। কিন্তু স্নানের সময় গা ঘষবেন না। ফোস্কা ফেটে ইনফেকশন হবে।
• ফোস্কাগুলো মিশে যাওয়ার পরে সারা গায়ে ল্যাক্টোক্যালামাইন লোশন লাগান। |
• অনেকে ঘরে নিমপাতা রাখেন। বা নিমের আঁটি দিয়ে রোগীর গা চুলকে দেন। এ সবের দরকার নেই।
• ফোস্কা শুকোনোর পরে চুমটিগুলোকে আলাদা ভাবে সংগ্রহ করে পোড়ানোর দরকার নেই। কারণ ওগুলোতে আর জীবাণু থাকে না।
• তেল-মশলা-ঘি ছাড়া খাবার দেওয়ার দরকার নেই। এই সময়ে রোগীর ক্যালোরির বেশি দরকার হয়। বাড়ির অন্য সকলে যা খাচ্ছেন, রোগীকেও তা-ই দিন। |
|
|
|
|
|
|