তৃণমূলের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস পরিচালিত বেলডাঙা ১ পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বুধবার বিক্ষোভ কর্মসূচী সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে বেলডাঙা থানায় ২১ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। বেলডাঙা ১ ব্লকের বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, “পঞ্চায়েত সমিতির কর্মীর বিরুদ্ধে ও হাতাহাতির ঘটনা নিয়ে পৃথকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে।” কংগ্রেসের জেলা মুখপাত্র অশোক দাস বলেন, “তৃণমূলের নির্দেশে জেলা পুলিশ পরিচালিত হচ্ছে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে ইজাজুল হক নামের এক পঞ্চায়েত সমিতির সদস্যও আছেন।” তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলির কথায়, “কংগ্রেস পরিকল্পিতভাবে আমাদের কর্মীকে মারধর করেছে। ৫ জন জখমও হয়েছেন। তারপর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।” জেলা পুলিশ সুপার হুমায়ন কবীর বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”
|
কেপমার সন্দেহে ব্যাঙ্কের মধ্য থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম অমিত সিংহ ও সঞ্জয় সিংহ। উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার চাকদহের শিমুরালীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বহিরাগত চার জন যুবক অন্যান্য যুবকদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়েছিল। তাদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে বেগতিক দেখে এদের দু’জন পালিয়ে যায়। বাকি দু’জনকে স্থানীয় লোকেরা চড় থাপ্পর দিয়ে করে পুলিসের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহকদের অসাবধানতার সুযোগ নিয়ে এরা কিছু হাতানোর উদ্দেশ্যে এসেছিল।
|
অধিকাংশ নলকূপই বিকল। ফলে পানীয় জলের সমস্যায় জেরবার ভরতপুর-২ ব্লকের প্রসাদপুর গ্রামের বাসিন্দারা। দু’হাজারের বাসিন্দার বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, পনেরোটি নলকূপের মধ্যে মাত্র তিনটি থেকে মেলে পানীয় জল। তাই জলের জন্য লম্বা লাইন পড়ে। বাকিগুলি বছর দেড়েক ধরে পড়ে রয়েছে ভাঙচোরা অবস্থায়। স্থানীয় বাসিন্দা গণেশ ঘোষ, বিমান ঘোষরা বলেন, “বহুবার বিকল নলকূপগুলি মেরামতির জন্য পঞ্চায়েতের কাছে আর্জি জানিয়েছি।” ভরতপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের বদরুল আজম বলেন, “প্রসাদপুরের নলকূপ বিকলের খবর জানা ছিল না। ওই নলকূপগুলো দ্রুত সারানোর ব্যবস্থা করা হবে।”
|
কুড়ি কেজি গাঁজা সহ একই পরিবারের পাঁচ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। করিমপুরের গোপাল প্রামাণিকের কাছ থেকে গাঁজা নিয়ে তারা কলকাতা যাচ্ছিল। এ দিন দুপুরে করিমপুরের বাস থেকে নেমে তারা কৃষ্ণগঞ্জগামী বাসে ওঠে। পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের ধরার চেষ্টা চলছে।”
|
দু’টি অগ্নিকান্ডে পুড়ল ১৯টি বাড়ি। বৃহস্পতিবার ডোমকলের জুড়ানপুর ও পেচেরপাড়ায় আগুন লাগে। জুড়ানপুরে ১৪টি ও পেচেরপাড়ায় ৫টি বাড়ি ভস্মীভূত হয়। বাসিন্দাদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
|
ট্রাফিক সিগন্যালের দাবিতে সরব এলাকাবাসীরা। কান্দির দোহালিয়া বাইপাস মোড়ে সব সময় যানজট লেগেই থাকে। অথচ তা নিয়ন্ত্রণের কোনও বালাই নেই। কান্দির এসডিও সন্দীপ মণ্ডল বলেন, “দ্রুত ট্রাফিক পুলিশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” |