জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা) বিজেন্দ্র সিংহের চুলের নমুনা না নেওয়ায় ক্ষুব্ধ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ। মন্ত্রী এ দিন বলেছেন, “সব রকমের ড্রাগ টেস্টের ক্ষমতা থাকা সত্ত্বেও নাডা কেন বিজেন্দ্রের চুলের নমুনা নিল না জানি না। কারণ হেরোইন নেওয়ার কয়েক দিন পর শুধুমাত্র চুলের নমুনাতেই তার হদিশ থেকে যায়। রক্ত বা মূত্রে নয়।” ক্রীড়ামন্ত্রকের চাপে গতকাল তারকা বক্সারের রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করেছিল নাডা। তবে চুলের নমুনা নেয়নি। বলা হয়েছিল নাডার গবেষণাগারে চুল পরীক্ষার সুবিধা নেই। তবে ওয়াডার নিয়মে প্রতিযোগিতার বাইরে অ্যাথলিট পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ নিচ্ছেন কিনা, শুধুমাত্র সেটুকু ক্ষতিয়ে দেখার এক্তিয়ার রয়েছে নাডার। হেরোইনের মতো ‘রিক্রিয়েশনাল’ ড্রাগের জন্য তারা পরীক্ষা করতে পারে না। এ দিকে, পঞ্জাব পুলিশ নাডার রিপোর্ট মানবে না। পঞ্জাব পুলিশের এক কর্তা এইচ এস মান বলেছেন, “ভারতীয় আইনের নির্দিষ্ট ধারা মেনে যতক্ষণ না তদন্তকারী অফিসাররা অভিযুক্তের নমুনা পরীক্ষা করছে, ততক্ষণ আদালতে তা গ্রহণীয় হয় না।”
|
জেসি রাইডারের দুই হামলাকারীকে জামিন দিল আদালত। তবে হামলাকারীদের আইনজীবী জোনাথন ইটনের অনুরোধে তাদের নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার শুনানিতে ইটন বলেন, রাইডারের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে এতদিন বেশিরভাগই মিথ্যা ও কাল্পনিক প্রচার চালানো হয়েছে। এমনকী রাইডারের মাথার খুলিতে চিড় ধরার তথ্যও সত্যি নয়। তাঁর বক্তব্য, ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে জেসির মস্তিষ্কে আঘাত লাগে।
|
২০ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানেই শেষ বাংলাদেশ। দু’ওভার বাকি থাকতেই রান তুলে নেন ভারতের মেয়েরা। সাত উইকেটে এই জয়ের ফলে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০-য় জিতে নিল ভারত।
|
রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলীয় তারকা শেন ওয়াটসন। কারণ, শনিবারের মধ্যে এসে পৌঁছতে পারছেন না তিনি। দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার কেভিন কুপারও দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে শনিবার নাও নামতে পারেন।
|
র্যান্টি-বেলোর না থাকাই বৃহস্পতিবার তিলক ময়দানে পার্থক্য গড়ে দিল। সালগাওকরের কাছে ০-১ হারল এলকো সাতোরির প্রয়াগ ইউনাইটেড। সংগ্রাম বেশ কিছু ভাল সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে ভিনসন্টের গোল অফ সাইড বলে বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ প্রয়াগ শিবিরে। এ দিকে আজ শুক্রবার ডেরেক পেরেরার দলের মুখোমুখি হবে সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্স। |