টুকরো খবর |
ধর্ষণের নালিশ, গ্রেফতার নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলদায়। ওই তৃণমূল নেতার নাম জ্যোতির্ময় দাস। তিনি নারায়ণগড় পঞ্চায়েত সমিতির অর্ন্তগত হেমচন্দ্র অঞ্চলের তৃণমূল সভাপতি। অভিযোগ ওই তৃণমূল নেতা গত সোমবার এক মহিলাকে ধর্ষণ করেন। ওই মহিলা বুধবার রাতে বেলদা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।”
|
দখল উচ্ছেদের আগে মাপজোক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দখল উচ্ছেদ শুরু হল মেদিনীপুরে। শহরের নিবেদিতাপল্লিতে সরকারি জমি দখল হচ্ছে বলে অভিযোগ। এর জেরে শহরে ক্ষোভ দেখা দেয় এবং উচ্ছেদের দাবি জোরালো হয়। এই অবস্থায় আবার প্রশাসন-পুরসভার চিঠি চালাচালি শুরু হয়। মহকুমাশাসক (সদর) চিঠি দেন পুরপ্রধানকে। পুরপ্রধান আবার চিঠি দেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে। পুরসভার বক্তব্য, দখল উচ্ছেদ হবে। তার আগে ওই এলাকায় পুরসভা, ভূমি দফতরের কত জমি রয়েছে তা দেখা জরুরি। সেই মতো বৃহস্পতিবার মহকুমা ভূমি দফতরের কর্মীরা ওই এলাকায় গিয়ে মাপজোক করেন। পুরসভার বক্তব্য, সমস্ত দিক খতিয়ে দেখার পর উচ্ছেদ শুরু হবে।
|
বেলদায় শুরু বইমেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলদায় শুরু হল ‘বইমেলা ২০১৩’। স্থানীয় স্টেশন চত্বরে অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক অমর মিত্র। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাদেমির প্রধান শিক্ষক ননীগোপাল শীট, শিবশঙ্কর মহাপাত্র প্রমুখ। এই বইমেলা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। বইমেলা কমিটির পক্ষে গোপাল বসু এবং সুবিকাশ মহাপাত্র জানান, বইমেলার এ বার পঞ্চম বর্ষ। মেলা উপলক্ষে সেমিনার, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |
|