মানসের মা-হারা গন্ডার শাবকটিকে অবশেষে উদ্ধার করা গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মানস জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গত কাল সকালে মানস জাতীয় উদ্যানের বাঁশবাড়ি রেঞ্জে হাইনারি নামে কাজিরাঙা থেকে প্রতিস্থাপিত একটি গন্ডারের গুলিবিদ্ধ, খড়্গহীন মৃতদেহ উদ্ধার হয়। ২০ মার্চ তার বাচ্চা হয়েছিল। ঘটনার পর থেকে বাচ্চাটির সন্ধান মিলছিল না। আজ জঙ্গল থেকে বনকর্মীরা বাচ্চাটিকে উদ্ধার করে বাঁশবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। সেখানে তার শুশ্রূষা চলছে। সম্ভবত বাচ্চাটিকে কাজিরাঙা পশু উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
|
কুয়ো থেকে উদ্ধার হল বছর তিনেকের একটি পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে কামাখ্যায়। স্থানীয় বাসিন্দারা জানান, গত কাল রাত দুটো নাগাদ নীলাচল পাহাড় থেকে নেমে চিতাবাঘটি ঢুকে পড়ে এক ব্যক্তির বাড়িতে। সেখানেই কুয়োর মধ্যে পড়ে যায় সে। রাতেই খবর দেওয়া হয় বন বিভাগকে। বৃহস্পতিবার ভোর থেকে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। কুয়োর জল পাম্প করে বের করে দেওয়ার পরে চিতাবাঘটিকে ঘুম পাড়ানো হয়। উপরে তোলার পর সেটিকে গুয়াহাটি চিড়িয়াখানায় আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। |