আমিরশাহির অবাক-গাড়ি
সংবাদসংস্থা • আবু ধাবি |
এক লিটার জ্বালানিতে এক হাজার কিলোমিটার পাড়ি। না, স্বপ্ন নয়। এ রকমটা হতে চলেছে বাস্তবেই। সংযুক্ত আরব আমিরশাহির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এমন একটি গাড়ির নকশা তৈরি করেছেন, যেটি মাত্র এক লিটার জ্বালানির সাহায্যেই অনায়াসে চলে যেতে পারবে এক হাজার কিলোমিটার রাস্তা। গাড়িটির নাম রাখা হয়েছে, ইকো-দুবাই ১। ছোটখাটো এই গাড়িটির ওজন ২৫ কেজি। গাড়িটি তৈরির কাজ প্রায় শেষ। দু’সপ্তাহের মধ্যে গাড়িটি পরীক্ষামূলক ভাবে চালানো হবে। যে ছাত্রেরা গাড়িটির নকশা তৈরি করেছেন, তাঁদেরই এক জন, আহমেদ খামিস আল সুওয়াইদি বললেন, “সারা জীবন তো আর পেট্রোল পাওয়া যাবে না। তাই আমরা পরিবেশ বান্ধব গাড়ি তৈরির চেষ্টা করছি। বলা যায়, এ দেশে আমরাই এই ধরনের গাড়ির ভবিষ্যৎ।”
|
হ্যারির জন্য সচিব
সংবাদসংস্থা • লন্ডন |
ব্যক্তিগত সচিব নিয়োগ করলেন রাজকুমার হ্যারি। এডওয়ার্ড লেন ফক্স নামের এক প্রাক্তন সামরিক অফিসার চার্লস-পুত্রের সচিব হিসেবে কাজ করবেন। ফক্স একটি বেসরকারি সংস্থায় কর্মরত। রাজকুমার হ্যারি এখন আমেরিকা সফরে। জুনে দেশে ফিরবেন তিনি। |