এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে সংগঠনের সদস্যদের বিক্ষোভ-মিছিল ও আইন অমান্য কর্মসূচির জেরে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যানজট দেখা দেয়। শিলিগুড়িতে দফায় দফায় আন্দোলনে সামিল হয় সিপিএম, ডিওয়াইএফআই এবং এসএফআই। বুধবার দুপুর ২টা নাগাদ ডিওয়াইএফআই ও এসএফআই সমর্থকরা অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে হাসমিচকে পথ অবরোধ করে। আধ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চলায় শহরের প্রধান তিনটি রাস্তা হিলকার্ট রোড, সেবক রোড এবং বিধান রোডে তীব্র যানজট হয়। পুলিশ ৫০ জনের বেশি সমর্থককে গ্রেফতার করলে পরিস্থিতি শান্ত হয়। বিকাল ৪টা নাগাদ অনিল বিশ্বাস ভবনের সামনে সভা করে বামফ্রন্ট। পরে শহরে একটি মিছিলে হয় বামেদের পক্ষ থেকে। সেখানে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য, ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার উপস্থিত ছিলেন। অশোকবাবু বলেন, “এই ঘটনার নিন্দার ভাষা নেই। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” এসএফআইয়ের পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার শিলিগুড়িতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওই দিন শিলিগুড়ি জংশনে পথ অবরোধ হবে। |
উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও ধিক্কার মিছিল হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামপুর এবং বুধবার চোপড়া ও গুঞ্জরিয়ায় বিক্ষোভ মিছিল হয়। মঙ্গলবার রাতে ইসলামপুর শহরের এসএফআই পার্টি অফিস থেকে মিছিল হয়। ইসলামপুরের পিডব্লুউডি মোড়ে এলাকাতে প্রায় ১০ মিনিট ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওইএফআই সদস্যরা। বুধবার দুপুরে ডালখোলা শ্রীঅগ্রসেন কলেজের সামনে থেকে মিছিল করেন এসএফআই এর সদস্যরা। চোপড়া ও গুঞ্জরিয়াতে এসএফআই এবং ডিওয়াইএফআই-র বিক্ষোভ মিছিল হয়েছে। সন্ধ্যায় বালুরঘাটে বাম ছাত্র ও যুব সংগঠন ধিক্কার মিছিল বের করে শহর প্ররিক্রমা করে পাশাপাশি বামপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মৌনী মিছিল বার হয়। মঙ্গলবার রাতে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী-সমর্থকেরা।
মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজে প্রয়াত এসএফআই নেতা’র স্মৃতিতে শোক পালন করা হয়। বুধবার দিনভর মালবাজার কলেজে সুদীপ্তের ছবিতে শেষশ্রদ্ধা জানানো হয়। কলেজে দিনভর কালো ব্যাচ পড়েন সংগঠনের সদস্য-সমর্থকেরা। মালবাজার কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রানা দাস জানান, সুদীপ্ত গুপ্তের মৃত্যুকে ভোলা যাবে না। ডুয়ার্সে আগামী দিনে ছাত্র আন্দোলন আরও জোরদার করা হবে। |
বামফ্রন্টের ধিক্কার মিছিল শিলিগুড়িতেও। |
উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও ধিক্কার মিছিল হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামপুর এবং বুধবার চোপড়া ও গুঞ্জরিয়ায় বিক্ষোভ মিছিল হয়। মঙ্গলবার রাতে ইসলামপুর শহরের এসএফআই পার্টি অফিস থেকে মিছিল হয়। ইসলামপুরের পিডব্লুউডি মোড়ে এলাকাতে প্রায় ১০ মিনিট ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওইএফআই সদস্যরা। বুধবার দুপুরে ডালখোলা শ্রীঅগ্রসেন কলেজের সামনে থেকে মিছিল করেন এসএফআই এর সদস্যরা। চোপড়া ও গুঞ্জরিয়াতে এসএফআই এবং ডিওয়াইএফআই-র বিক্ষোভ মিছিল হয়েছে। সন্ধ্যায় বালুরঘাটে বাম ছাত্র ও যুব সংগঠন ধিক্কার মিছিল বের করে শহর প্ররিক্রমা করে পাশাপাশি বামপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মৌনী মিছিল বার হয়। মঙ্গলবার রাতে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী-সমর্থকেরা।
মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজে প্রয়াত এসএফআই নেতা’র স্মৃতিতে শোক পালন করা হয়। বুধবার দিনভর মালবাজার কলেজে সুদীপ্তের ছবিতে শেষশ্রদ্ধা জানানো হয়। কলেজে দিনভর কালো ব্যাচ পড়েন সংগঠনের সদস্য-সমর্থকেরা। মালবাজার কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রানা দাস জানান, সুদীপ্ত গুপ্তের মৃত্যুকে ভোলা যাবে না। ডুয়ার্সে আগামী দিনে ছাত্র আন্দোলন আরও জোরদার করা হবে।
|
বুধবার তোলা নিজস্ব চিত্র। |