নামেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু কোনও পরিষেবা মেলে না। স্বাস্থ্যকেন্দ্রের লাগোয়া চিকিত্সক, নার্স ও কর্মীদের কোয়ার্টার রয়েছে। কিন্তু সেখানে কেউ থাকেন না। সকলেই মর্জিমতো যাতায়াত করেন। ফলে, অনিয়মিত খোলা হয় জামবনি ব্লকের কাপগাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ নেই। রয়েছে কেবলমাত্র বহির্বিভাগ। সেখানে নিয়মিত চিকিত্সকেরা আসেন না বলে অভিযোগ। প্রয়োজনীয় ওষুধও মেলে না। বেহাল চিকিত্সা পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। দিন পনেরো আগে জামবনির ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে (বিএমওএইচ) অব্যবস্থার অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু সমস্যার সুরাহা না হওয়ায় বুধবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার দেবারতি দাস-সহ নার্স ও কর্মীদের ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিএমওএইচ মহেশ্বর মুদি এসে লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়ার পর বিকেল ৪টে নাগাদ বিক্ষোভ-ঘেরাও ওঠে।
কাপগাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে দেবারতিদেবী ছাড়াও রয়েছেন একজন আয়ুর্বেদ চিকিত্সক, একজন নার্স, একজন ফার্মাসিস্ট ও একজন চতুর্থ শ্রেণির কর্মী। শয্যবিহীন ওই স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগটি রবিবার বাদে সপ্তাহের অন্য দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখার কথা। কিন্তু বাস্তবে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার জন্য স্বাস্থ্যকেন্দ্রটি খোলা রাখা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। সব দিন চিকিত্সকেরা আসেন না। গত ১৮ মার্চ স্থানীয় বাসিন্দারা বিএমওএইচ-কে ডেপুটেশন দিয়ে শয্যা চালুর দাবির পাশাপাশি, চিকিত্সক-কর্মীদের কোয়ার্টারে থাকার দাবি জানিয়েছিলেন। বাসিন্দাদের বক্তব্য, রাত-বিরেতে কেউ অসুস্থ হলে জঙ্গলপথ পেরিয়ে ১৬ কিমি দূরে চিল্কিগড়ে অবস্থিত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে অথবা ২৫ কিমি দূরে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ছুটতে হয়। কাপগাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা চালু হলে এবং চিকিত্সক-কর্মীরা এলাকায় থাকলে কাপগাড়ি অঞ্চলের ২৫টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। বাসিন্দাদের বক্তব্য, কাপগাড়ি গ্রামেই স্কুল ও কলেজের একাধিক হস্টেলে কয়েকশো পড়ুয়া থাকে। রাত বিরেতে অসুস্থ হলে এলাকায় তাদেরও চিকিত্সা করার মতো কেউ নেই। পশ্চিম মেদিনীপুরের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ত্রিদীপ দাস বলেন, “বাসিন্দাদের দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জঙ্গলমহলের সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই শয্যা চালু করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কাপগাড়ির স্বাস্থ্যকেন্দ্রটিও রয়েছে।
|
পেটেন্ট নিয়ে অসন্তুষ্ট
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
‘গ্লিভেস’ নামক ওষুধের উপর সুইস সংস্থা নোভার্টিসের স্বত্ত্ব অস্বীকার করে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বুধবার তা নিয়ে অসন্তোষ প্রকাশ করল মার্কিন বণিকমহল। তাদের বক্তব্য, আদালতের রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করবে তারা। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের মুখপাত্র অ্যান্ড্রি মীড বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না। ভবিষ্যতেও আমরা এক সঙ্গে কাজ করব আশা করছি।” তবে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে নিত্যনতুন আবিষ্কার এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। অ্যান্ড্রি বলেন, “এই মুহূর্তে ভারতেরই সব চেয়ে বেশি প্রয়োজন দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ। আশা করি, দিল্লি বিষয়টির গুরুত্ব বুঝতে পারবে।” ফার্মার প্রেসিডেন্ট তথা সিইও মনে করেন, ভারতে নতুন ধরনের চিন্তা ভাবনার পক্ষে উপযোগী পরিবেশ যে নেই সুপ্রিম কোর্টের এই রায় সে কথাই প্রমাণ করছে। তবে বহু চিকিৎসকই মনে করছেন, সুপ্রিম কোর্টের এই রায় যুগান্তকারী সিদ্ধান্ত। এমএসএফ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট উন্নি করুণাকর বলেন, “সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে বহু রোগী উপকৃত হবেন।” |