চাই রাস্তা সংস্কার, আলো
হাওড়া জেলার একসরা, কোনা বেলগাছিয়া হয়ে হাওড়ায় যাত্রী পরিবহণের পথ বেনারস রোড। এই রোডের উপর কোনায় ৬ নং জাতীয় সড়কের ফ্লাইওভার। এর উপর দিয়ে যেমন হয় দূরপাল্লার সড়ক যাত্রী পরিবহণ, তেমনই রয়েছে উলুবেড়িয়া, পাঁচলা, দক্ষিণেশ্বর ও ডানকুনির সাধারণ বাস রুট। ফ্লাইওভারের নিচেও রয়েছে বাস স্টপেজ। এই স্টপেজ থেকে নেমে যাত্রীরা ফ্লাইওভারের উত্তর প্রান্তের আইল্যাণ্ডের বাস স্টপেজ থেকে বিভিন্ন রুটের বাস ধরে গন্তব্যস্থলে পৌঁছন। কিন্তু সন্ধ্যার পর থেকে উত্তর প্রান্তের এই রাস্তায় আলোর অভাবে অন্ধকারে নিকাশি ড্রেনের ঢাকনা ভাঙ্গা গর্ত, রাস্তার খানাখন্দে পড়তে হয়। অবৈধ ভাবে গজিয়ে ওঠা কাঠের কারবারিদের দৌরাত্ম্যে আইল্যাণ্ড ও ফুটপাথে ওদেরই রাখা কাঠের বিম, বরগা ও সরঞ্জামে হোঁচট খেয়ে পড়ে হাত-পা ভাঙছে যাত্রীদের। রাস্তায় পর্যাপ্ত আলো, রাস্তার সড়ক ও নিকাশি ঢাকনার সংস্কার এই এলাকাটিকে জবরদখল মুক্ত প্রকৃত সুস্থ পরিবেশের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ব্যাঙ্কে পরিষেবা ভাল হোক
হাওড়া আমতা ইউনাইটেড ব্যাঙ্কের পরিষেবা মোটেই ভাল নয়। অযথা গ্রাহকদের নাজেহাল হতে হয়। পেনশনভোগীদেরও কষ্ট পেতে হয়। নতুন গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে দেরি হয়। ব্যাঙ্ক ড্রাফট পাওয়া যায় না। মাসের বেশিরভাগ দিন প্রিন্টার খারাপ থাকে, ফলে পাশবই আপডেট করা যায় না। ব্যাঙ্কের কর্মচারীদের কথাবার্তাও খুব খারাপ। আমরা চাই, ভাল পরিষেবা। উর্ধ্বতন কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন কি?


ওভারব্রীজ চাই দাশনগরে
দক্ষিণ পূর্ব রেলপথে দাশনগর খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। নিত্য কয়েক হাজার শ্রমিক-কর্মচারী, ছাত্রছাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। দাশনগর ক্রমবর্ধমান শিল্প এলাকা হওয়া সত্ত্বেও উপেক্ষিত। শুধু উপেক্ষিত নয়, যাত্রীদের মরণফাঁদ বলাই ভাল। প্রায়ই লেগে থাকে দুর্ঘটনা। এখানে যাত্রীদের ব্যবহারের জন্য কোনও ওভারব্রীজ নেই। জনস্বার্থে দাশনগরে একটি ওভারব্রীজ তৈরি করা দরকার।
উদয়নারায়ণপুরে সরকারি বাস চাই
উদয়নারায়ণপুর বাসস্ট্যাণ্ড থেকে কোনও সরকারি সিটিসি বা এসবিএসটিসি-র বাস পরিষেবা নেই। ফলে অসংখ্য যাত্রীকে প্রতিদিন অসুবিধায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
চিঠি পাঠানোর ঠিকানা:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.