ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে এসএফআই-সহ চারটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে পরীক্ষাকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি বামপন্থী যুব সংগঠনগুলি আজ রাজ্য জুড়ে বেলা ১১টা থেকে ১৫ মিনিটের জন্য প্রতীকী পথ অবরোধ করবে। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে জেলায় জেলায় ধিক্কার মিছিলের কর্মসূচি রয়েছে। সঙ্গে ঢাকুরিয়া, গড়িয়া ও টালিগঞ্জে সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার স্থানীয় ধর্মঘট হবে বলে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু জানান। জরুরি পরিষেবা এবং যানবাহনকে এই ধর্মঘটের আওতার বাইরে থাকছে। এদিকে, বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটে সংগঠনের কর্মীদের ‘কোনও প্ররোচনায় পা না দেওয়ার’ জন্য আবেদন করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। সুদীপ্তের মৃত্যুর ব্যাপারে অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে ও ঘটনার দিন মুখ্যমন্ত্রীর আইপিএল উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের প্রতিবাদ জানিয়ে এ দিন দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং এআইএসএ-র সদস্যরা। সুদীপ্তর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে ছাত্র পরিষদ। সংগঠনের রাজ্য নেতা কৌস্তুভ বাগচী জানান, বিজেপি বাদে যে কোনও ছাত্র সংগঠন যদি এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে তাঁদের সংগঠনকে পাশে চান, তাতে ইতিবাচক সাড়া দেওয়া হবে।
|
প্রাক্তন মন্ত্রীদের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা সিএ-দের পেনশন বন্ধ করার বিজ্ঞপ্তি স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। ওই সিএ-দের অধিকাংশই ৩৫০০ টাকা বেতন পেতেন। নতুন সরকার সিএ-পদ বিলোপ করে এগ্জিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও স্পেশ্যাল এগ্জিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদ তৈরি করে। বলা হয়, ওই সব পদাধিকারীর বেতন হবে ১৮ হাজার টাকা। তাঁরা বাড়িতে এসটিডি সুযোগ-সহ ফোন পাবেন সরকারি খরচে। সরকারি নিয়ম অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন। তবে পদগুলি অস্থায়ী এবং নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ১৯৯৬ সালের পেনশন রুল অনুযায়ী সিএ-রা এত দিন পেনশন পেতেন। গত ২২ ফেব্রুয়ারি রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিজ্ঞপ্তি জারি করে জানান, ১ মার্চ থেকে এই পেনশন দেওয়ার বিধি খারিজ করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক জন প্রাক্তন সিএ হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের আইনজীবী মিলন ভট্টাচার্য বলেন, শাসক দলের বদল হয়, সরকার চলমান। তাই সরকার এ ভাবে পেনশন বন্ধ করে দিতে পারে না। বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই সরকারি বিজ্ঞপ্তি স্থগিত করে দেন। ফলে মামলা না-মেটা পর্যন্ত সরকারকে পেনশন চালু রাখতে হবে।
|
পরীক্ষায় সফল হওয়ার প্রায় এক বছর পরেও অন্তত ৩০০ জন প্রার্থীকে মাদ্রাসার করণিক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ করেনি রাজ্য সরকার। বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র নিয়ে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ২০১২ সালের ২৩ মে সফল প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হয়। কিন্তু বুধবার পর্যন্ত তাঁদের নিয়োগ করা হয়নি। অবিলম্বে তাঁরা যাতে নিয়োগপত্র পান, তার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কয়েক জন সফল প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। আবেদনকারীর আইনজীবী পঞ্চানন হাজরা বলেন, করণিকের ১৯৩টি এবং গ্রন্থাগারিকের ৮৯টি শূন্য পদের জন্য সফল প্রার্থীদের নাম ঘোষণা করে কে কোন মাদ্রাসায় কাজ পাবেন, তা-ও জানিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও নিয়োগপত্র না-দেওয়ায় প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
|
পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে কর্মরত যে-সব শিক্ষক-শিক্ষিকার বিএড ডিগ্রি নেই, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তাঁদের প্রশিক্ষণ দেবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, এই ধরনের শিক্ষকের সংখ্যা ২৯ হাজার ৫১৫। ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-র পাঠ্যক্রম মেনে রাজ্যের ১৮৪টি সরকারি ও বেসরকারি বিএড কলেজে দূরশিক্ষার মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএডে ভর্তির বিজ্ঞপ্তি জারি হবে এ মাসেই। শিক্ষার অধিকার আইন অনুযায়ী ২০১৫-র ৩১ মার্চের মধ্যে সব শিক্ষকের প্রশিক্ষণ শেষ করতে হবে। প্রাথমিকে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। |