দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
দুটি লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক চালকের। মৃতের নাম সোনারুল মল্লিক (৩৩)। বাড়ি বড়ঞা থানার বাউগ্রাম পশ্চিম বিপ্রশেখরপাড়ায়। বুধবার সকালে বহরমপুরের উত্তরপাড়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে বহরমপুরগামী একটি বালি ভর্তি লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ফাঁকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বালির লরির চালক। ওই লরির খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়।
|
আগুনে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বছর তিনেকের এক শিশুর। নাম এন্তেল মারান্ডি। বুধবার সকালে তেহট্টের গরিবপুরে একটি ইটভাটা লাগোয়া ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। সেই সময় ঘর থেকে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই শিশুটি। পুড়ে যায় ঝুপড়িগুলো। দমকল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। তেহট্টের মহকুমা শাসক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘রান্না ঘর থেকেই আগুন ছড়িয়ে বলে মনে হচ্ছে। ঝুপড়িগুলোতে ভাটার শ্রমিকরা থাকতেন। অগ্নিকান্ডের পর ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ওই ভাটার মালিকেরা জমির পরিবর্তন না করেই ওখানে ভাটা তৈরি করেছিল। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’
|
মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
শ্বশুরবাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম ময়না বিবি (২০)। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের কুলগাছি বটতলা গ্রামে শ্বশুরবাড়িতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন গ্রামবাসীরা। পুলিশ বুধবার তার শাশুড়িকে গ্রেফতার করেছে। ময়না বিবির স্বামী মনিরুল শেখ পলাতক। বছর দুয়েক আগে ময়নার বিয়ে হয় কুলগাছি বটতলার পেশায় রাজমিস্ত্রি মনিরুল শেখের সঙ্গে। মৃতার বাবার বাড়ি পণ্ডিতপুরে। তার বাবা আব্দুল সুকুর শেখ বলেন, “শ্বশুর বাড়ি থেকে যখন যা চেয়েছে দেওয়ার চেষ্টা করেছি। তবুও মেয়ের উপর অত্যাচার বন্ধ হয়নি।”
|
বাবাকে খুন
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন বাবা। নাম ওসমান গণি মণ্ডল (৭৮)। বাড়ি জলঙ্গির গোবিন্দপুরে। পুলিশ জানায়, মাঝেমধ্যেই জমির ভাগ নিয়ে ছেলেদের সঙ্গে বিবাদ বাধত ওসমান গণির। বুধবার দুপুরে বড় ছেলে ইসমাইলের সঙ্গে ওই বিবাদ চূড়ান্ত আকার নেয়। ইসমাইল হাঁসুয়া নিয়ে বাবার উপর চড়াও হয়। ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “পরিবারের তরফে ওই ঘটনায় ইসমাইল ও তার স্ত্রী-পুত্রদের নামে নালিশ জানানো হয়েছে। ইসমাইলের বৌ তানজিরা বিবিকে গ্রেফতার করা হলেও বাকিরা বেপাত্তা।”
|
বিডিও ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বেলডাঙা-১ ব্লক কার্যালয়ে বুধবার বিকেলে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেলডাঙা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাঁদের অভিযোগ, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি সব বিষয়েই দুর্নীতির সঙ্গে আপোস করছে এবং সমস্ত কাজই হচ্ছে কোনও টেন্ডার ছাড়াই। বেলডাঙা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুখেন হালদার বলেন, “সামনে ভোট। তাই তৃণমূল সব বিষয়ে রাজনীতি করছে। সমস্ত কাজই টেন্ডারের মাধ্যমে হচ্ছে। বিডিও সঞ্জয় বিশ্বাস ববলেন, “এই অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।
|
গুদামে আগুন
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বুধবার দুপুরে আগুন লেগে নবদ্বীপের ভালুকায় এক গুদামে প্রায় লক্ষাধিক টাকার তুলো পুড়ে গিয়েছে।
|
ডাউন ব্যান্ডেল লোকালের ধাক্কায় প্রাণ হারালেন অভিজিৎ ভট্টাচার্য (৫০) নামে এক ব্যবসায়ী। তেঘরিপাড়ার ইদিলপুরের বাসিন্দা। এ দিন দুপুরে বন্ধ নবদ্বীপ রেলগেট পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তিনি।
|
মাইলের পর মাইল জুড়ে এখন ধূ ধূ প্রান্তর। নিমতিতার কাছে ভরা চৈত্রেই শুকিয়ে কাঠ গঙ্গা। আটকে পড়েছে বিএসএফের স্পিড বোট, মৎস্যজীবীদের নৌকাও। মাছ ধরাও বন্ধ। টান পড়েছে পানীয় জলের। বিশাল চড়া পেরিয়ে সীমান্ত প্রহরায় নাকাল বিএসএফ জওয়ানরাও। এই পথে অদূরেই সীমান্ত পার হয়ে যাওয়া এখন সহজ চোরাকারবারীদের কাছে। |