সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃবিদ্যালয় ক্রিকেটে বুধবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল এজি চার্চ সোদপুর। তারা মুর্শিদাবাদের মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মণীন্দ্রচন্দ্র ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় এজি চার্চ। এদিন রেলমাঠের খেলায় জেতে উখড়া আদর্শ হিন্দি বিদ্যালয়। তারা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রঘুনাথ এইচএসকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রঘুনাথ ১২৭ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় আদর্শ হিন্দি বিদ্যালয়।
|
ক্রীড়া মন্ত্রকের চাপে শেষ পর্যন্ত ডোপ পরীক্ষার জন্য বুধবার নাডাকে রক্ত ও মূত্রের নমুনা দিলেন বিজেন্দ্র সিংহ। মাদক-কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ক্রমাগত নমুনা দিতে অস্বীকার করছিলেন তারকা বক্সার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ বিজেন্দ্রর নমুনা দেওয়ার কথা জানান। এ দিকে, মাদক-কাণ্ডে বিজেন্দ্রের রুমমেট ও বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়ন রাম সিংহকে বুধবার গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।
|
আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার আশা নেই। তাই তৃতীয় স্থানের লক্ষ্যেই আজ বৃহস্পতিবার, গোয়ায় সালগাওকরের বিরুদ্ধে নামবে প্রয়াগ ইউনাইটেড। কার্ড সমস্যায় র্যান্টি আর বেলেকো এই ম্যাচে পাবেন না প্রয়াগ কোচ এলকো সাতোরি। চোটের জন্য নেই তপন মাইতি, জেমস আর টুলুঙ্গাও। তাই কিছুটা হলেও চাপে প্রয়াগ। এ দিকে আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বে লাংস্নিং এফসি’র বিরুদ্ধে ২-১ জয় পেল মহমেডান।
|
হাসপাতাল থেকে ছাড়া পেলেন জেসি রাইডার। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গত সপ্তাহে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। তবে গত শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। রাইডারের ম্যানেজার এদিন জানান, “দুপুরে হাসপাতাল থেকে ছাড়ার পর জেসি ওয়েলিংটন উড়ে গিয়েছে। খুব ক্লান্ত। তবে বাড়িতে ফেরায় ও খুশি।”
|
প্যানাসনিক ওপেনের শেষ দিন যে গল্ফার হোল-ইন-ওয়ান মারতে পারবেন গুরগাঁওয়ের মাইকেল শুমাখার ওয়ার্ল্ড টাওয়ারে সাড়ে তিন কোটি টাকার সুসজ্জিত অ্যাপার্টমেন্ট পুরস্কার পাবেন।
|
গাড়ি চালানোর ছাড়পত্র বা বিমা, কোনওটাই ছিল না। তা সত্ত্বেও আইন ভেঙে ইংল্যান্ডের রাস্তায় গাড়ি চালানোর অপরাধে আড়াইশো ঘণ্টা সমাজসেবার শাস্তি পেলেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার কার্লোস তেভেজ। আদালত তেভেজের গাড়ি চালানোয় ছ’মাসের নিষেধাজ্ঞা জারি করে ১১৪৫ পাউন্ড জরিমানাও করেছে।
|
দক্ষিণ কলকাতা জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশন ও বিটিটিএ-র উদ্যোগে কাশীমবাজার টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু আজ। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। |