টুকরো খবর
রুগ্ণ রাজ্য সরকারি সংস্থাকে স্বাবলম্বী হতে আর্জি পার্থের
রুগ্ণ বা খুঁড়িয়ে চলা সংস্থার বোঝা টানতে নারাজ রাজ্য সরকার। বরং ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং তার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়িত করে স্বাবলম্বী হওয়ার দায় সংস্থাগুলিরই। রাজ্য সরকারের অধীন ১৩টি সংস্থাকে বুধবার এই বার্তা দিলেন শিল্প ও শিল্প পুনর্গঠনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দফতরে ওই সমস্ত সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পার্থবাবু। সদ্য শেষ হওয়া অর্থবর্ষে সংস্থাগুলির কাজকর্মের খতিয়ান ও লাভ-ক্ষতির হিসেব খতিয়ে দেখা হয় সেখানে। বৈঠক শেষে পার্থবাবু জানান, ব্যবসার কাজ সেই নিয়ম মেনেই করতে হবে। তিনি বলেন, “সব সংস্থাকে এই অর্থবর্ষেই ব্যবসার পরিকল্পনা তৈরি করে জমা দিতে বলা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে না-এগোলে কিছুতেই বাণিজ্যিক সাফল্য দেখা সম্ভব নয়।” এর মধ্যে ১৯৬৯ সালে অধিগৃহীত সংস্থা ওয়েস্টিংটন স্যাক্সবি ফার্মার এবং ১৯৮৬ সালে অধিগৃহীত ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিংকে এ দিন পুনরুজ্জীবন পরিকল্পনাও জমা দিতে বলেছে রাজ্য। পার্থবাবু জানিয়েছেন, প্রয়োজনে বেসরকারি সংস্থার হাত ধরার সম্ভাবনাও খতিয়ে দেখতে পারে সংস্থাগুলি।

অনিলের মিউচুয়াল ফান্ডে ৮০০ কোটি লগ্নি মুকেশের
অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স মিউচুয়াল ফান্ডে গত আট মাস যাবৎ নগদে ৮০০ কোটি টাকারও বেশি ঢেলেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। শেয়ার বাজার সূত্রে খবর, ১৩টিরও বেশি প্রকল্পে এই টাকা ঢালা হয়েছে। বেশির ভাগই হয় ঋণপত্র নির্ভর বা নির্দিষ্ট মেয়াদের ফান্ড। মঙ্গলবার অনিলের রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) সঙ্গে ১,২০০ কোটি টাকার চুক্তি সই করেছে মুকেশের রিলায়্যান্স জিও ইনফোকম। যাতে তথ্য আদান-প্রদানে একে অপরের পরিকাঠামো ব্যবহার করতে পারে তারা। তার পর আজ, বুধবার আর্থিক পরিষেবা ক্ষেত্রেও দুই ভাইয়ের এই বন্ধুত্বপূর্ণ লগ্নির কথা প্রকাশ্যে এল। উল্লেখ্য, আগে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ তার উদ্বৃত্ত তহবিল বিভিন্ন মিউচুয়াল ফান্ডে রাখলেও অনিলের সংস্থার ধারেকাছে যেত না। এখন সেই অবস্থান থেকে সরে এসেছে তারা।

ভারতে ব্যবসা বাড়াতে উদ্যোগী নিপ্পন স্টিল
ইস্পাত ব্যবসায় মন্দার ছায়া বিশ্ব জুড়ে। অথচ এই পরিস্থিতিতেও ভারতে ব্যবসা বাড়াতে চাইছে জাপানি সংস্থা নিপ্পন স্টিল অ্যান্ড সুমকিন ইঞ্জিনিয়ারিং। গোটা দেশে সংস্থার একমাত্র দফতরটি রয়েছে কলকাতায়। বর্তমানে টাটা স্টিল, জেএসডব্লিউ, ভূষণ স্টিলের মতো সংস্থার সঙ্গে জোট বেঁধে এ দেশে ব্যবসা করছে তারা। সংস্থার অধিকর্তা শুনিচি টাকেডা আজ দিল্লিতে বলেন, “এখন সারা বিশ্বেই ইস্পাত শিল্পের মন্দা দশা। সব সংস্থার ব্যবসা পড়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিকেই এখন কাজে লাগাতে চাইছি আমরা।” সংস্থার দাবি, দেখা গিয়েছে মন্দার এই অবস্থার মধ্যেই সব সংস্থা ভবিষ্যতের লগ্নির জন্য জমি প্রস্তুত করে থাকে। যাতে মন্দা কেটে গেলেই নতুন করে ঝাঁপিয়ে পড়া যায়। শুনিচির মতে, “এ দেশেও পরিকাঠামো ক্ষেত্রে লগ্নি ক্রমশ বাড়ছে। ফলে ইস্পাত শিল্পে বিনিয়োগ বাড়া শুধু সময়ের অপেক্ষা। তাই নতুন সংস্থার সঙ্গে জোট বাঁধার জন্য সক্রিয় হয়েছি।” জাপানি সংস্থাটি এ যাবৎ বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করলেও আগামী দিনে সরকারি ইস্পাত সংস্থাগুলির সঙ্গেও হাত মেলানোর পরিকল্পনা আছে।

গুটখার বিক্রি বন্ধে
তামাকযুক্ত গুটখা ও পান মশলার উৎপাদন ও বিক্রি বন্ধ করতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কী ব্যবস্থা নিয়েছে, তা জানাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে ওই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবকে এ ব্যাপারে হলফনামা দাখিল করতে বলেছে শীর্ষ আদালত। তার ভিত্তিতে আগামী ৩ মে ফের শুনানির দিন ধার্য করেছে তারা। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লির মতো বিভিন্ন স্থানে আইন ভঙ্গ করে তামাকযুক্ত গুটখা ও পান মশলার উৎপাদন ও বিক্রি চালু রাখা হচ্ছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে। তার পরই এই নির্দেশ দিল তারা। ওই সমস্ত এলাকায় আগেই এই সব পণ্যের বিক্রি নিষিদ্ধ হয়েছে।

সহারা নিয়ে সেবি
সুপ্রিম কোর্ট ও সেবির রোষের মুখে দাঁড়িয়েও সহারা বার বারই দাবি করছে, লগ্নিকারীর কাছ থেকে তোলা টাকার বেশির ভাগটাই ফিরিয়ে দিয়েছে তারা। কিন্তু বুধবার সুব্রত রায়ের সংস্থার এই দাবির বিশ্বাসযোগ্যতা ও সম্ভাব্যতা নিয়েই প্রশ্ন তুলল সেবি। সেবি চেয়ারম্যান ইউ কে সিংহ এক সভায় বলেন, “একটি অভিযুক্ত নামী সংস্থা দাবি করছে, বাজার থেকে তোলা টাকার ৯০ শতাংশেরও বেশি তারা লগ্নিকারীদের ফেরত দিয়েছে। তা না কি নগদে গত ৩-৪ মাসেই করা হয়েছে। ভেবে দেখুন গল্পটা কতটা বিশ্বাসযোগ্য।” আইনের ফাঁক গলে কিছু সংস্থা যে-ভাবে মানুষের অর্থ আত্মসাৎ করছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার-সহ সব নিয়ন্ত্রককে হাত মিলিয়ে কাজ করার আর্জিও জানিয়েছেন তিনি।

ক্যাগের হিসাবে সায়
কৃষ্ণা গোদাবরী অববাহিকার কেজি-ডি৬ তেল ক্ষেত্রে খনন ও তেল-গ্যাস উত্তোলন চালাতে কত খরচ পড়েছে, তা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-কে অডিট করাতে রাজি হল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। বুধবার এ কথা জানান কেন্দ্রীয় তেল সচিব বিবেক রাই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.