তৃণমূল কার্যালয়ে ‘মাওবাদী’ পোস্টার
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
পাঁচটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল রাজনগরের তাঁতিপাড়ায় তৃণমূলের পার্টি অফিস থেকে। বুধবার ওই পার্টি অফিসের দরজায় ও দেওয়ালে সাঁটানো পোস্টার দেখে কিছুটা হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ কাজ সিপিএমের বলে দাবি করলেও পোস্টার সাঁটানোর পেছনে মাওবাদীদের কোনও হাত নেই সেটাও জোর দিয়ে বলতে পরেননি। কারণ, ২০০৮ সালে রাজনগরের তাঁতিপাড়াতেই মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন সিপিএম নেতা শ্রীদাম দাস। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “কে বা কারা ওখানে পোস্টার দিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁতিপাড়া পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য তথা এলাকার প্রভাবশালী নেতা অনুপ গড়াই সকালে ওই অফিস খুলে ভেতরের দিকের একটি ঘরে টিউশন পড়ান। এ দিন সকালেই টিউশন পড়তে কিছু ছাত্রছাত্রী ওখানে জড়ো হতেই সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলি দেখতে হায়। তৃণমূলকে হুমকি ও মাওবাদী জিন্দাবাদ দিয়ে পোস্টারগুলি হিন্দি ও বাংলায় লেখা ছিল। তৃণমূলের পার্টি অফিসটি যেহেতু তাঁতিপাড়া হাটতলায়, স্বাভাবিক ভাবে পোস্টারগুলি দেখতে পান ব্যবসায়ীরাও। খবর পেয়ে এলাকায় আসেন অনুপবাবু ও পুলিশ আসে। অনুপবাবু বলেন, “এর পিছনে সিপিএমের হাত রয়েছে বলেই মনে হচ্ছে। তবে এটা মাওবাদীদের কাজ নয়, একথাও বলছি না।” সিপিএমের তাঁতিপাড়া লোকাল কমিটির সম্পাদক দামোদর কুণ্ডু বলেন, “বাজে কথা। তৃণমূল সরকার রাজ্যে যে রকম অপশাসন চালাচ্ছে, তাতে মানুষ ক্ষুব্ধ। সেদিক থেকে নজর ঘোরাতে এ কাজ তৃণমূলই করে থাকবে।” |
আশ্বাসে উঠল অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
তাঁদের দাবি মেটানো হবে প্রশাসনের কাছ থেকে এই আশ্বাস পেয়ে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নিলেন অভিভাবক ও আদিবাসী গাঁওতার লোকজন। বোলপুরের কাঁকুটিয়া একলব্য বিদ্যালয়ের সমস্যা নিয়ে বুধবার মহকুমাশাসকের দফতরে বৈঠক হয়। বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “আলোচনা সদর্থক হয়েছে। কিছু ক্ষেত্রে পরিকাঠামোর ঘাটতি রয়েছে। দিন তিনেকের মধ্যে ওই সমস্যা সমাধান হবে। আশা রাখছি অবিলম্বে স্কুলে পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরবে।” পরিকাঠামোর উন্নতি করা-সহ ১০ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে কাঁকুটিয়াতে আদিবাসীদের একলব্য আবাসিক বিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভ করেন অভিভাবক ও জেলা আদিবাসী গাঁওতা। প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকে পড়েন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের আধিকারিক। বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিক। |
ফেলকে আর পাশ নয়, সিদ্ধান্ত নিল কলেজ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সোমনাথ চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার এক দিন পরে বৈঠক ডেকে বোলপুর পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, সুযোগ-সুবিধা দিয়ে আগামী দিনে ফেল করা পুড়ুয়াদের আর পাশ করানো হবে না।
বুধবার কলেজ পরিচালন সমিতির সিদ্ধান্তের কথা জেনে সোমনাথবাবু বলেন, “কলেজ কর্তৃপক্ষ আমার কথা মানায় ভাল লেগেছে। কারণ, চাপ সৃষ্টি করে ও ভয় দেখিয়ে সব কিছু তো করা যায় না। আমি বৃহস্পতিবার কটকে যাচ্ছি। ফিরে সিদ্ধান্ত নেব। কলেজের প্রস্তাবে রাজি হতেও পারি।” অভিযোগ উঠেছিল, তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের চাপে পড়ে টেস্টে অকৃতকার্য ২৫ জন ছাত্রীকে পাশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদে সোমবার চিঠি দিয়ে পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথবাবু। কলেজের অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল বলেন, “গোটা বিষয়টি সোমনাথবাবুকে জানিয়ে তাঁর পদে ফিরে আসতে আবেদন করা হয়েছে।” |
ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক খাইয়ে এক ব্যবসায়ীর টাকা, মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে অর্ধ অচৈতন্য অবস্থায় সাহেব শেখ নামে ওই ব্যবসায়ীকে সাঁইথিয়া স্টেশনে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। পুলিশ জানায়, সাঁইথিয়ার বাসিন্দা সাহেব সোমবার রাতে খাওয়ার পরে পাকুড় স্টেশনে এক জনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তার পরে ওই ব্যক্তি তাঁকে ঠান্ডা পানীয় খাওয়ালে সাহেব পাকুড় স্টেশনেই পড়ে থাকেন। কোনও মঙ্গলবার ট্রেনে ওঠেন। |