টুকরো খবর
ছাত্রমৃত্যুতে প্রতিবাদ শিল্পাঞ্চলে
পুলিশ হেফাজতে এসএফআইয়ের ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে আসানসোল মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিবাদী মিছিল ও সভা হল বুধবার। মহকুমার ৫০টি ওয়ার্ডে ছাত্রদের একটি মিছিল বেরোয়। শহরের লেনিন মূর্তির পাদদেশে একটি কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সমাবেশে বক্তৃতা করেন এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা গণ আন্দোলনের কর্মী পার্থ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার আসানসোল মহকুমার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানান তিনি। এদিন কুলটিতে বামপন্থী ছাত্র-যুব ও গণ আন্দোলনের কর্মীদের প্রায় পাঁচটি প্রতিবাদ মিছিল বের হয়। বার্নপুর ও রূপনারায়ণপুর এলাকাতেও ছাত্র যুব মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল
ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র।
এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিগঞ্জের দামালিয়ার ঘটনা। বুধবার ওই বাড়ির মালিক নারদ বাউড়ির স্ত্রী চম্পাদেবী রানিগঞ্জের নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, এ দিন সকালে তৃণমূল আশ্রিত রানা বাউড়ি ও কিরণ বাউড়ি তাঁদের বাড়িতে ঢোকেন। সেই সময় তাঁদের মেয়ে, পঞ্চম শ্রেণির ছাত্রী মমতা বাড়িতে একাই ছিল। ওরা ঢুকেই টিভি এবং সব অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করতে থাকে বলে অভিযোগ। এমনকী বাধা দিতে গেলে মমতা নিগৃহীত হয়। কংগ্রেসের রানিগঞ্জ ব্লক সভাপতি অনল মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস করতে চাইছে। তাঁর কথায়, ‘আশা করি, পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা নেবে। তৃণমূলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নির্যাতনে ধৃত স্বামী
বধূ নির্যাতনের অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কুলটি থনার পুলিশ। ধৃতের নাম ওয়াসাবুল শেখ। আসানসোল আদালতে তার স্ত্রী তবাসুম বেগম অভিযোগ করেন, ২০০০ সালে তাঁর সঙ্গে ওয়াসাবুলের বিয়ে হয়। ২০১১ সালে তাঁকে শ্বশুরবাড়ির লোক জন গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। তিনি সেখান থেকে পালিয়ে নিয়ামতপুরে তাঁর বাবার বাড়িতে এসে ওঠেন। আদালতের নির্দেশে পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে।

ব্যবসায়ীর টাকা ছিনতাই কুলটিতে
লক্ষাধিক টাকা ছিনতাই হল কুলটি থানার হনুমান চড়াই সংলগ্ন জিটি রোডে। মঙ্গলবার বিকেলের ঘটনা। পুলিশ জানায়, সাঁইথিয়ার বাসিন্দা অনিল ভার্মা তাঁর মালিকের ব্যবসার টাকা তোলার জন্য এ দিন বরাকরে আসেন। অনিলবাবুর অভিযোগ, হনুমান চড়াইয়ের কাছে জি টি রোড সংলগ্ন একটি ময়দাকলে ঢোকার আগের মুহূর্তে দু’জন মোটরবাইক আরোহী পিছন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

কয়লা মজুত নিয়ে গোলমাল
অবৈধ কয়লা খাদান থেকে কয়লা মজুত করা নিয়ে বুধবার দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাধল বারাবনি ও জামুড়িয়ার সীমান্তবর্তী পাতালিডাঙা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বারাবনির তোতারামা মোড়ে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। পুলিশ জানায়, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্থানীয় সূত্রে খবর, বারাবনির কেলেজোড়া, খুশনগর, জামুড়িয়ার রাখাকুড়িয়া ও চুরুলিয়ার দু’টি কয়লা কারবারি গোষ্ঠীর লড়াইতেই এই পরিস্থিতি।

মাইথনে বইমেলা
মাইথনের কর্মচারী সঙ্ঘ ময়দানে শুরু হল তৃতীয় বর্ষের বইমেলা। মাইথন বইপ্রেমীদের উদ্যোগে মেলায় প্রায় ৪৩টি স্টল বসেছে। গত ৩০ মার্চ হিন্দি ভাষার সাহিত্যিক নির্মলা পুতুল বইমেলার উদ্বোধন করেন। বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে এলাকার বইপ্রেমীদের একটি পদযাত্রা বিস্তীর্ণ এলাকা ঘুরে মেলার মাঠে আসে।

কয়লা পাচারে ধৃত
অবৈধ কয়লা পাচারের অভিযোগে মঙ্গলবার রাতে ২ নম্বর জাতীয় সড়কের সেনর্যালে মোড় থেকে রাজু সাউ নামে এক জনকে ধরল পুলিশ। লরিটিকে আটক করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.