টুকরো খবর
রেলে ফেঁসে গাড়ি, ধূপগুড়িতে দুর্ঘটনা
ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ছোট গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটল। যদিও দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার গভীর রাতে ধূপগুড়ি ও খলাই গ্রামের রেল লাইনের উপর ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় বাসিন্দারা লাইনের উপর দিয়েই এপার ওপার করেন। সংঘর্ষে বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী সামার স্পেশাল-৫৬৫২ আপ ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র।
ঘটনার জেরে রাতে টানা দুই ঘণ্টা উত্তরপূর্ব সীমান্তের সঙ্গে দেশের অন্য প্রান্তের রেল যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে থাকে। রেলের তরফে ময়নাগুড়ি রেল পুলিশ কাছে বেআইনি ভাবে রেল লাইন পারাপারের অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বীরেন্দ্র কুমার বলেছেন, “ওই এলাকায় লেভেল ক্রসিং নেই। কোনও যাত্রীর হতাহতের ঘটনা না ঘটলেও ইঞ্জিনের ক্ষতি হয়েছে।”

পাসপোর্ট কেন্দ্র বন্ধ, কেন্দ্রকে দুষলেন মন্ত্রী
শিলিগুড়িতে পাসপোর্ট ফর্ম জমা দেওয়ার কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে দুষলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। তিনি বলেন, “ওই কেন্দ্র বন্ধ করায় মানুষ অসুবিধেয় পড়ছেন। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব। কেন্দ্রীয় সরকারের বিদেশ দফতরে তা নিয়ে প্রতিবাদ জানানো হবে। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের প্রতি বহুদিন ধরে বঞ্চনা করছেন। এটা মানা হবে না।” আন্দোলনের হুমকিও দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শতাব্দী এক্সপ্রেস এনজেপি থেকে চালু করেছেন। তাতে, মানুষ সকালে উঠে কলকাতায় গিয়ে কাজ করতে পারেন। এখন ট্রেনের সময় উল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, “কংগ্রেসের মন্ত্রী বড় বড় কথা বললেও এসব নিয়ে প্রতিবাদ করছে না।”

বন্ধ হয়ে গেল দু’টি এজলাস
বন্ধ হয়ে গেল শিলিগুড়ি আদালতের দুটি এজলাস। সোমবার থেকে এজলাস দুটি বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। আদালত সূত্রের খবর, শিলিগুড়ি আদালতে পাঁচটি এজলাস চলত। উচ্চ আদালতের নির্দেশে ওইদিন ফাস্ট ট্র্যাক সেকেন্ড এবং ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট বন্ধ হয়ে যায়। ওই দুটি আদালতের মামলা ফাস্ট ট্র্যাক কোর্ট এবং অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতে স্থানান্তরিত করা হয়। শিলিগুড়ি আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা বলেন, “পাঁচটি এজলাসের মামলা এখন তিনটি এজলাসে করতে হবে। ফলে মামলার তারিখ অনেক দেরি করে পড়বে। সে সব অসুবিধের কথা জানিয়ে উচ্চ আদালতকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সিভিল পুলিশ নিয়োগ
সোমবার মহকুমায় সিভিল পুলিশ নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুরদুয়ার থানায়। আজ, বুধবার প্রক্রিয়াটি শেষ হবে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, মহকুমায় ২২০০ জন সিভিল পুলিশ নিয়োগ করা হবে। ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়সীদের বাছাই করা হচ্ছে। সিভিল পুলিশের কর্মীদের ১৪১ টাকা করে প্রতিদিন দেওয়া হবে। ছয় মাসের জন্য এই নিয়োগ করা হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ থেকে আইনশৃঙ্খলায় দরকার মতো কাজ করবেন কর্মীরা।

প্রতিবাদে মিছিল
কলকাতায় আন্দোলনকারী সংগঠনের কর্মীদের উপর পুলিশি হামলায় দলীয় নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর অভিযোগে মিছিল করল এসএফআই। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল বের করে তার। শহরে ঘুরে মিছিল ফের অনিল বিশ্বাস ভবনে সামনে গিয়ে শেষ। সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার জানান, আজ, বুধবার বিকাল ৪টায় সিপিএমের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল করা হবে।

বধূর ঝুলন্ত দেহ
এক বধূর শাড়ির ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে শামুকতলা থানার ধরকলোনি গ্রামে। পুলিশ জানায়, মৃত বধূর নাম নিলিমা পন্ডিত (৩৪)। নিলীমাদেবীর স্বামী সুব্রত পন্ডিত পেশায় প্রাথমিক শিক্ষক। পুলিশ জানায়, কোনও অভিযোগ জমা পড়েনি।

আগুনে পুড়ল ছ’টি দোকান
তথ্য ও ছবি: নারায়ণ দে।
আগুন লেগে ছ’টি দোকান পুড়ে গেল। সোমবার রাত ১১টা নাগাদ আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর চৌপতির কাছে ঘটনাটি ঘটেছে। একটি কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। ফালাকাটার ১টি ও আলিপুরদুয়ারের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের আধিকারিক প্রদীপ সরকার জানান, কীভাবে আগুন লাগে তা খতিয়ে দেখে হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.