টুকরো খবর |
অশ্লীল এসএমএস, ধৃত যুব নেতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিধবা মহিলাকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের এক যুব নেতা। ধৃত পার্থ মুখোপাধ্যায় খড়্গপুরের বাসিন্দা। মঙ্গলবার তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করলে ১০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়।
এই ঘটনায় প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠী কোন্দল। এখানে দীর্ঘ দিন ধরেই দেবাশিস চৌধুরী ও জহরলাল পাল গোষ্ঠীর বিবাদ রয়েছে। ধৃত যুব নেতা তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান জহরলাল পালের অনুগামী। আর যাঁকে এসএমএস পাঠিয়ে তিনি গ্রেফতার হয়েছেন, সেই তরুণীর স্বামী ছিলেন দলের শহর সভাপতি দেবাশিস চৌধুরীর অনুগামী। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পার্থকে গ্রেফতার করার পর জহরবাবু থানাতেও যান। দেবাশিসবাবু অবশ্য বলেন, “ধৃতের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সঠিক পদক্ষেপই করেছে।” যদিও জহরবাবুর ব্যাখ্যা, “পার্থ নির্বাচনী এজেন্ট ছিলেন। দলের কেউ না হলে কী করে দলীয় প্রার্থীর এজেন্ট হওয়া যায়?” তবে তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি ‘যুবা’য় নাম লিখিয়েছেন পার্থ। এই ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেতৃত্ব। দলের অন্তর্দ্বন্দ্বই বেশি করে ভাবাচ্ছে তাঁদের। তৃণমূলের এক জেলা নেতার কথায়, “দলের অন্দরের বিবাদ যদি এ ভাবে থানায় পৌঁছয়, তাহলে তো মুশকিল!”
|
শিশু-উদ্যানের উন্নয়নে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের অরবিন্দ শিশু-উদ্যানের উন্নয়নে বৈঠক হল মঙ্গলবার। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্তের দফতরে এ দিন বিকেলে ওই বৈঠকে ছিলেন পুরপ্রধান প্রণব বসু, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী, সুব্রত সরকার, পূর্ত দফতরের প্রতিনিধি।
অরবিন্দ শিশু-উদ্যানই শহরে শিশুদের এক মাত্র পার্ক। এখানে পশুপাখিও আছে। কিন্তু যথাযথ পরিকাঠামো নেই। এ নিয়ে শহরবাসীর ক্ষোভ রয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই উদ্যানের হাল ফেরাতে তত্পর হয়েছেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। তাঁর নির্দেশেই মঙ্গলবারের বৈঠক। পার্কের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে আলোচনা হয়। ঠিক হয়েছে, যত দ্রুত সম্ভব উত্তর দিকে সীমানা প্রাচীর দেওয়া হবে। পার্কের সামনে পুরসভা আরও আলোর ব্যবস্থা করবে। আয় বাড়াতে প্রবেশ মূল্য বাড়ানো নিয়েও আলোচনা হয়। এখন প্রবেশমূল্য সাধারণের জন্য ৪ টাকা, ৯ বছরের কম বয়সীদের জন্য ১ টাকা। এটা বাড়িয়ে যথাক্রমে ৫ ও ২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তবে আপত্তি জানান মহকুমাশাসক। তাঁর বক্তব্য, শিশুদের প্রবেশ মূল্য ১ টাকাই থাক। আর সাধারণের ক্ষেত্রে তা হবে ৫ টাকা। সিদ্ধান্তের জন্য জেলাশাসকের কাছে পাঠানো হবে এই প্রস্তাব।
|
অস্ত্র মামলায় জামিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এনায়েতপুর অস্ত্র-মামলায় জামিন পেলেন সিপিএম কর্মী রেণুপদ সিংহ। মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। এ দিন আদালতে ডাকা হয়েছিল কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী এবং এই মামলার তদন্তকারী অফিসারকে (আইও)। দু’জনের কেউই আসেননি। এ নিয়ে অসন্তোষ গোপন করেননি সিজেএম কল্লোল দাস। সূত্রের খবর, বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেমুদ আখতারকে জানানো হচ্ছে।
গত মাসে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর থেকে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। তৃণমূলের অভিযোগ, এক সময় সিপিএমের সশস্ত্র বাহিনী এই অস্ত্রশস্ত্র মজুত করে। এই ঘটনায় দীপক সরকার-সহ ১২ জন সিপিএম নেতা-কর্মীর নামে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে রেণুপদ সিংহকে গ্রেফতার করে পুলিশ।
|
ধর্ষণ, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বছর সতেরোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুখলাল হেমব্রম। গত ৩০ মার্চ ঘটনাটি ঘটেছিল খড়্গপুর লোকাল থানার হালকোনায়। সোমবার রাতে মেয়েটি পুলিশে লিখিত অভিযোগ জানায়। মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ দিনই মেদিনীপুর সিজেএম আদালত ধৃতকে ১৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গড়বেতায়। স্থানীয় সর্বমঙ্গলা মন্দিরের পাশে বাড়ি রয়েছে তারাশঙ্কর দে-র। মঙ্গলবার সন্ধ্যায় এই বাড়িতেই আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে মেদিনীপুর থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল আসার আগেই স্থানীয়দের তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে দমকল। |
|