নিত্যদিন গুরুত্বপূর্ণ তিন-চারটি রাস্তায় যানজটে নাকাল হচ্ছেন উলুবেড়িয়া পুর এলাকার বাসিন্দারা। কবে যানজট সমস্যা থেকে মুক্তি মিলবে, তা নিয়ে প্রশ্নও তুলছেন তাঁরা। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার নালিশ তুলে সমস্যা মেটাতে ‘গ্রিন পুলিশ’ নিয়োগেরও দাবি তুলছেন।
মহকুমাশাসকের দফতর থেকে প্রায় এক কিলোমিটার বিস্তৃত ওটি রোড পাড়ি দিতে গেলে পেরোতে হয় গরুহাটার মোড় এবং হাসপাতাল মোড়। দু’টি মোড়েই প্রতিদিন যানজট লেগে থাকে। বিশেষ করে সকাল-সন্ধ্যায় মোড় দু’টির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ওটি রোডে ধরে প্রতিদিন অসংখ্য অটোরিকশা, ট্রেকার, ছোট গাড়ি এবং বেশ কিছু রুটের বাস চলে। কিন্তু দু’টি মোড়েই অটোরিকশা এবং ট্রেকারগুলি যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকে যত্রতত্র। ফলে, বাস, লরি এবং ট্রাক বেরোতে পারে না। |
হাঁসফাঁস দশা। ওটি রোডে ছবিটি তুলেছেন সুব্রত জানা। |
উলুবেড়িয়া শহরে রয়েছে মহকুমা আদালত, মহকুমাশাসকের কার্যালয়, মহকুমা স্বাস্থ্য ও কৃষি দফতর-সহ বিভিন্ন দফতরের কার্যালয়। রয়েছে উলুবেড়িয়া কলেজ, হাইস্কুল, মহকুমা হাসপাতাল এবং অসংখ্য নার্সিংহোম। ওটি রোড ধরে ওই সব গন্তব্যে পৌঁছতে গিয়ে যানজটের কবলে পড়েন হাজার হাজার মানুষ। দু’টি মোড়ে সকাল-সন্ধ্যায় ট্রাফিক পুলিশ থাকলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ। দাবি, অটোরিকশা ও ট্রেকারের দৌরাত্ম্য কমাতে ও যানজট মোকাবিলায় বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।
হাসপাতাল মোড় থেকে বেরিয়েছে স্টেশন রোড। প্রায় এক কিলোমিটার লম্বা রাস্তাটির দু’দিকে রয়েছে অসংখ্য দোকান। তা ছাড়া ওই এলাকায় রয়েছে উলুূবেড়িয়া-১ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কার্যালয়। রয়েছে কয়েকটি নার্সিংহোমও। এ সবের সূত্রে প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়েও যাতায়াত করেন। এখানেও রোজই যানজট লেগে রয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, এই রাস্তাতে পুলিশের কোনও নজরদারিই নেই।
জেলা পুলিশের কর্তারা স্বীকার করেছেন, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নেই। ফলে, পরিস্থিতির মোকাবিলা করা সব সময় সম্ভব হচ্ছে না। নাগরিকেরা ‘গ্রিন পুলিশ’-এ যে দাবি তুলেছেন, তা নিয়ে জেলা পুলিশের কর্তারা জানান, নিয়োগের জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের অনুমতি দরকার। ওই দফতরের সঙ্গে যৌথ উদ্যোগেই ‘গ্রিন পুলিশ’ নিয়োগ হয়।
কিন্তু পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে অবশ্য জানা গিয়েছে, কলকাতা, হাওড়া বা শিলিগুড়ির মতো বড় পুরসভার (কর্পোরেশন) ক্ষেত্রে ‘গ্রিন পুলিশ’ নিয়োগ করা যায়। কিন্তু উলুবেড়িয়া পুরসভা যে হেতু ‘কর্পোরেশন’ নয়, তাই এখানে ওই নিয়োগের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। |