চিনের কাছে ক্ষমা চাইল অ্যাপল
সংবাদসংস্থা • বেজিং |
অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার ধরে রাখতে চিনা ক্রেতাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন সিইও টিম কুক। মঙ্গলবার থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে দেখা গিয়েছে চিনা ভাষায় লেখা একটি দীর্ঘ চিঠি দেওয়া হয়েছে। গত দু’সপ্তাহে অ্যাপলের ওয়্যারান্টি সংক্রান্ত পরিষেবার বিরুদ্ধে লেখালিখি শুরু করে চিনের সংবাদমাধ্যম। এমনকী ক্রেতাদের সমস্যা শুনতে নারাজ অ্যাপলকে ‘উদ্ধত’ পর্যন্ত বলা হয়। প্রথম দিকে এই সব অভিযোগ অস্বীকার করলেও পরে অবশ্য চাপে পড়ে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেন কুক। ওই চিঠিতে তিনি বলেছেন, অ্যাপল ‘উদ্ধত’ নয়। এই অপবাদ ঘোচাতে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও সহজ করে তোলার দিকে নজর দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, আইফোন ৪ এবং ৪এস মডেলে গুরুতর বিভ্রাট দেখা দিলে সেগুলি বদলে নতুন দেওয়া হবে। আর সেই নতুন আইফোনেও মিলবে পরবর্তী এক বছরের ওয়্যারান্টি। দেশের বাজার আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য খুলে দিলেও বিভিন্ন সময়ে একাধিক সংস্থার পরিষেবায় অসন্তুষ্ট চিনারা। অভিযোগ, কখনও কেএফসি, ম্যাকডোনাল্ডস আবার কখনও বা গুচ্চি। মার্কিন সংস্থাগুলির অনেকেরই অভিযোগ, দেশীয় সংস্থাকে সুযোগ করে দিতেই বিদেশি সংস্থাকে হেনস্থা করে চিন।
|
স্টারলাইট ইন্ডাস্ট্রিজ (ইন্ডিয়া)-কে ১০০ কোটি টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। ব্রিটেনের বেদান্ত গোষ্ঠীর এই শাখা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তামিলনাড়ুর তুতিকোরিনে তাদের কপার স্মেলটিং প্লান্ট (যেখানে আকর গলিয়ে তামা তৈরি হয়) পরিবেশ দূষিত করছে দীর্ঘ দিন ধরে। তবে আমজনতার স্বার্থে প্লান্ট বন্ধের নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। তা সত্ত্বেও অবশ্য প্লান্ট বন্ধ হওয়ার আশঙ্কা থাকছেই। কারণ স্থানীয় বাসিন্দাদের তরফে সেখান থেকে গ্যাস লিক ও তার দরুন শ্বাসকষ্ট, চোখ জ্বালা ইত্যাদির অভিযোগ পেয়ে দু’দিন আগেই তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেটি বন্ধের নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের রায় পর্ষদের নির্দেশের সামনে বাধা হয়ে দাঁড়াবে না। পরিবেশ বিধি ভাঙার অভিযোগে মাদ্রাজ হাইকোর্ট প্লান্টটি বন্ধের নির্দেশ দিয়েছিল ২০১০-এ। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় সংস্থা। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, প্লান্টের বর্জ্য পদার্থ বহু দিন ধরে পরিবেশ দূষিত করছে। সেটা বন্ধ করতেই ওই জরিমানা। অর্থ মেটাতে হবে ৩ মাসে।
|
সোনার আমদানি মূল্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শুল্ক না-বাড়িয়েও ঘুরপথে সোনার আমদানি মূল্য বাড়িয়ে দিল কেন্দ্র। আমদানি মূল্য হল সেই মূল দাম, যার উপর বসানো হয় আমদানি শুল্ক। এই দর প্রতি ১০ গ্রামে ৫১৬ ডলার থেকে বেড়ে হয়েছে ৫২১ ডলার। |