এক সপ্তাহ দুবাইয়ে কাটিয়ে দেশে ফিরলেন ‘পাকিস্তান পিপলস্ পার্টি’ প্রধান বিলাবল ভুট্টো জারদারি। দলীয় সূত্রে খবর, আগামী ১১ মে দেশের সাধারণ নির্বাচনে দলের পাশেই থাকছেন তিনি। কিন্তু দলের হয়ে প্রচারে আর তাঁকে দেখা যাবে না। দলীয় কর্মসূচি প্রসঙ্গে বাবা আসিফ আলি জারদারির সঙ্গে বচসার জেরেই গত মাসে দেশ ছাড়েন বিলাবল। ছেলের অভিমান ভাঙাতে গত ৩০ মার্চ দুবাইয়ের উদ্দেশে রওনা হন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার সকালে ছেলেকে নিয়ে দেশে ফিরলেন তিনি।
পুরনো খবর: বাবার উপর রাগ করে দেশ ছাড়লেন অসন্তুষ্ট বিলাবল
|
উত্তর কোরিয়ার পরমাণু হুমকি |
বন্ধ হয়ে যাওয়া পরমাণু চুল্লি ফের চালু করার হুমকি দিল উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়া জানিয়েছে, নিয়ংজিবিয়ং-এ বন্ধ হয়ে পড়ে থাকা দেশের এক মাত্র প্লুটোনিয়াম চুল্লি মেরামতি ও ফের চালু করার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যদিও বিশেষজ্ঞদের দাবি, এ রকম পরমাণু চুল্লি চালু করতে অন্ততপক্ষে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগার কথা। ১৯৮৬ সালে প্রথম চালু হয়েছিল প্লুটোনিয়াম চুল্লিটি। কিন্তু ২০০৭ সালে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির জেরে তা বন্ধ হয়ে যায়। চিন উত্তর কোরিয়ার এই চেষ্টাকে স্বাগত জানায়নি।
|
জলদস্যুদের আক্রমণে নিহত হলেন ২১ জন বাংলাদেশি মৎস্যজীবী। নিহত আরও দশ। গত মাসের ২৫ তারিখে তিনটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের আক্রমণের মুখে পড়ে। তার পর থেকেই নিখোঁজ ছিলেন মৎস্যজীবীরা। নৌসেনা সূত্রে খবর, ওই মৎস্যজীবীদের হাত পা বেঁধে বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়া হয়। সোমবার সমুদ্রের জলে ভাসতে দেখা যায় ২১ মৎস্যজীবীর মৃতদেহ। বাকি দেহগুলির সন্ধান চলছে।
|
‘ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি’ থেকে দেখা যাচ্ছে ম্যানহাটন ব্রিজ।
২০১৫ সাল থেকে খুলে দেওয়া হবে অবজারভেটরিটি। ছবি: এএফপি |
|