নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
খনিকর্মীর মৃত্যুর পর তাঁর পোষ্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পাঁচ মাস পরেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই অভিযোগে কাজোড়া এরিয়ার সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারির ডুলিতে বসে উৎপাদন বন্ধ করে সারাদিন বিক্ষোভ দেখালেন মৃতের স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং এক পুত্রবধূ। ২০১২ সালের ২ নভেম্বর খনি দুর্ঘটনায় ওই ঠিকা খনি কর্মীর মৃত্যু হয়েছিল। সাত দিনের মধ্যে তাঁর পোষ্যকে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি। এআইটিইউসি নেতা তাপস সিংহ জানান, ঠিকা খনি কর্মী সদায় বাউড়ির মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। সেই সময় জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃত্বে তাঁর দেহ নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। এরপর খনি কর্তৃপক্ষ মৃতের পোষ্যকে নিরাপত্তারক্ষীকে হিসেবে নিয়োগ করার প্রতিশ্রুতি দেন এবং বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেন। ৩০ নভেম্বর মৃতের স্ত্রী বেলাদেবী কোলিয়ারির ম্যানেজারের কাছে লিখিত ভাবে চাকরির আবেদন জানান। ম্যানেজার এজেন্টের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য চিঠিটি পাঠিয়েও দেন। কিন্তু তার পর পাঁচ মাস পেরোলেও কোনও প্রতিকার মেলেনি। তাই এ দিন বাধ্য হয়ে সারাদিন উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরেও চাকরি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছে মৃতের পরিবার। খনি কর্তৃপক্ষ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। |