গনি খান চৌধুরীর নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠান -এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায়কে বহিষ্কার করার হুমকি দিলেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। কংগ্রেস সূত্রে খবর, দুর্নীতির এই অভিযোগ সমরবাবু জেলা কমিটি, রাজ্য স্তরে না জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে জানান। তার পরে দলকে কিছু না বলে প্রকাশ্য বিবৃতি দেন। গনিখান চৌধুরীর ভাই আবু নাসের খান চৌধুরীকে দুর্নীতিতে অভিযুক্ত করায় পরিবারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়।
সোমবার মালদহের কোতুয়ালিতে সাংবাদিক বৈঠকে আবু নাসের খান চৌধুরীকে পাশে বসিয়ে আবু হাসেম খান চৌধুরী বলেন, “দলের বিধায়ক সমরবাবু যে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রধানমন্ত্রী ও সনিয়ার কাছে আমাদের পরিবারকে হেয় করার জন্য এই অভিযোগ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে জেলা কংগ্রেসের জরুরি সভা ডাকা হচ্ছে। সমরবাবুকে ডাকা হবে। শোকজ ছাড়া বহিষ্কার করা হতে পারে।”
তাঁর অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে আমাদেরই কিছু লোক বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের ক’দিন আগে অভিযোগকারী বিধায়ক মিথ্যা অভিযোগ করে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি। তিনি এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন। প্রদেশ নেতৃত্বকেও আমরা বিধায়কের কাজকর্ম সম্পর্কে জানাব। পাশে বসে থাকা সুজাপুরের বিধায়ক গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী বলেন, “১০০ একর জমি কলেজকে দান করেছি। আমাদের বিরুদ্ধে জমি, টাকা নিয়ে বিধায়ক অভিযোগ করেন। এটা হাস্যকর ঘটনা ছাড়া কিছু নয়।”
তবে এ দিনও নিজের অবস্থানে অনড় থেকে গিয়েছেন রতুয়ার কংগ্রেস বিধায়ক সমরবাবু। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর কাছে আমি আবু নাসের খান চৌধুরীর বিরুদ্ধে কলেজের জমি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ করেছি। তার সমস্ত প্রমাণ ও নথিপত্র আমার কাছে রয়েছে। উচ্চ পর্যায়ে তদন্ত হলে সব সামনে চলে আসবে।” তিনি বলেন, “বহিষ্কার, শো-কজ এ সব নিয়ে ভাবছি না। কেউ কিছু করতে পারবেন না। আর জেলা সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সঠিক কথা বলছেন না। প্রধানমন্ত্রীকে অভিযোগ পাঠানোর আগে আমি জেলা সভাপতিকে সব জানিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম উনি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। তা উনি না করে এখন উল্টো কথা বলছেন।”
এই ব্যাপারে আবু হাসেম খান চৌধুরীর বক্তব্য, “উনি এ সব কথা কেন বলছেন জানি না। আমি এ সবের কিছুই জানতাম না। তবে বিধায়ক যা করছেন তা কোনও ভাবেই ঠিক নয়।” |